অনেক সময় মাথায় কোন নতুন Idea আসে না।
এসব ক্ষেত্রে নিজেকে Force করে আসলে লাভ নাই।
Mind কে Zero State এ নিয়ে যেতে হবে 🧠। যেমন: দেখবেন, যখন গোসল করছেন, যখন Washroom এ আছেন, তখনই নতুন নতুন Idea আসে।
🕸️ আবার একটু পর ই ভুলে যাই 😣
কোনদিন কি ভেবে দেখছেন যে এটা কেন হয়, কারণ আপনি তখন Zero of State Mind এ আছেন।
কোনো কিছুর ভাবনায় আটকে ছিলেন না।
⚡ তাই Subconscious Mind থেকে Automatic ভাবে নতুন Idea আসতে থাকে।
দেখবেন, এমন এমন আইডিয়া আসে যা আপনার Life এর বড় বড় Problem এর খুব সুন্দর Solution দেয়।
এখন এই Zero State টা তে যদি আপনি Regularly যাইতে পারেন, মানে Regularly যদি নিজেকে কিছুটা নিরিবিলি সময় দেন তাহলে দেখবেন যে আপনার Life, Business অথবা Carrier এর অনেক ধরনের Problem Automatically Solve হয়ে যাবে।
এটার জন্য আপনি,
- প্রতিদিন বিকালে কোথাও গিয়ে বসে থাকতে পারেন
- সকালে হাটতে বের হইতে পারেন
- বিকালে বা সন্ধ্যা হাটতে বের হইতে পারেন
💬 আপনাকে আপনার থেকে Better কেউ জানে না।
তাই যখন নিজের সাথে নিজে Conversation করতে থাকবেন, তখন Situation, Possibilities, আর আপনার Ability অনুযায়ী Solution গুলো বের হবে।