মানুষ তখনই কাউকে Demotivate করতে পারে যখন Demotivate করলে কাজ হয়।
আপনাকে উল্টাপাল্টা কিছু বললেই সেটাতে React করেন, সেই কথা শোনার কারণে কাজে মনোযোগ দিতে পারেন না; এতে নিজেই আরেক জনের দ্বারা Controlled হচ্ছেন।
প্রতিবেশী, আশেপাশের মানুষ, এমনকি আপনার Friend সবাই চায় আপনি ভালো করেন, কিন্তু তারা চায় না আপনি তাদের থেকেও ভালো করেন।
(লাইনটা আবার পড়েন)
আসলে South Asian Culture ই এরকম।
একটু খেয়াল করেন,
আশেপাশে যারা Demotivate করে তারা আসলেই চায়না আপনি Grow করেন, তারা ভয় পায় আপনি তাদেরকে পাড় করে কিছু করে ফেলেন নাকি।
পরীক্ষার আগের দিন, যেই ফ্রেন্ড আগে মোটামুটি পড়েছে সেও বলে যে প্রিপারেশন ভালো না যেনো আপনি তার সাথে পাল্লা দিয়ে Preparation এর দিক থেকে Complete না করে বসেন।
আপনার স্কুল কলেজের ক্লোজ ফ্রেন্ড, গোপনে বিদেশে যাওয়ার Preparation নিয়ে টিকিট কেনার পর Story দেওয়ায় আপনি জানতে পারছেন।
এমন না যে সে জানালে তার কোনো সমস্যা হইত, কিন্তু সে জানায় নাই। কারণ সে চায় না যেন আপনিও Apply করেন। যেন Friend Circle এ সে একা Attention পায়, তার যেনো একটা Value থাকে।
এটা অনেকটা আমাদের Cultural আর দেশের অর্থ সামাজিক অবস্থার ওপর Depend করে এমন হয়ে আসছে by Default.
কোন Relative বা প্রতিবেশী যখন নতুন কিছু করতে দেখবে, তখন সে যেভাবেই হোক চেষ্টা করবে আপনি যেন সেটা না করেন।
কারণ আপনি সেটা করলে তার ছেলে বা মেয়ের থেকে আপনার Output যদি বেশি হয় তাহলে তাদের Value টা কমে যাবে তারা মনেপ্রাণে সেটা চায় না।
এখন যে যেভাবেই আপনাকে Demotivate করতে চেষ্টা করুক, আপনি যদি কাজে Focused থাকেন, যদি Demotivated না হন, তাহলে Grow করতে পারবেন।
মানুষ তখনই কাউকে Demotivate করার চেষ্টা করে যখন সেটা করলে কাজ হয়, যখন কাজ থামিয়ে দেওয়ার চান্স থাকে, যখন সে Affected হয়ে থেমে যায়।
Obviously তারা তাদের দিক থেকে চেষ্টা করতেছে যেন আপনি না করেন।
এখন সেটা গায়ে মাখাবেন কি মাখাবেন না, সেটা ইগনোর করবেন কি করবেন না, সেটার Control কিন্তু পুরোপুরি আপনার কাছে।
চাইলেই সেগুলো শুনে বাসায় এসে আরও দ্বিগুণ গতিতে কাজ করতে পারেন।
কিন্তু না, কেউ সাপোর্ট করে না তাই আপনিও হাল ছেড়ে দেন!
Isn’t it Funny and Illogical?
Get back to work and WORK LIKE A BEAST⚡