কিছু শিখার Process এ একটা ধাপে Progress এর তুলনায় কষ্ট আর সময় অনেক বেশি লাগে, যখন তেমন কোনো Result দেখা যায় না।
এই সময়ই মনে সন্দেহ ঢুকে যায়:
🔘 আসলেই এটা করা ঠিক হচ্ছে নাকি
🔘 আমাকে দিয়ে হবে নাকি
🔘 কি লাভ হবে কষ্ট করে
🔘 কিছু তো হচ্ছে না
🔘 আমার ভাগ্যে হয় তো নাই
তখনই Frustration এসে পরে আর আমরা Demotivated হয়ে ছেড়ে দেই অথবা অন্য কিছু শুরু করি।
এই Period টা কেই Valley of Disappointment বলে। যা আমাদের Learning Curve এর সবচেয়ে Dengerous একটা Stage. এই Stage থেকে ফিরে আসা সহজ কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ দেখে সামনে এগিয়ে যাওয়া কঠিন।
এই Stage টা যারা পার করতে পারে, তারাই টিকে যায়। আর এই Stage এর পর Result Exponentially বাড়তে থাকে।
তখন আরো বেশি Effort দেওয়ার Motivation পাওয়া যায়।
খেয়াল করলে দেখবেন, আসে পাশে মানুষ অনেক কিছু পারে, কিন্তু কোনো কিছু Advance Level এ জানে না।
কারণ প্রত্যেকবারই তারা Shiny Object Syndrome এর কারণে এই Valley of Disappointment এ গেলেই সেটা বাদ দিয়ে নতুন কিছু শুরু করে।
আপনিও হয়ত Same জিনিস Face করেছেন অনেকবার।
এর থেকে বাঁচতে হলে, আগেই ভেবে রাখতে হবে যে আমি যা করতে চাচ্ছি,
এটা কেন করতে চাচ্ছি❓
🔘 এটা করতে ভালো লাগে?
🔘 নাকি টাকার জন্য করছি?
🔘 টাকার জন্য করলে মাসে কত টাকা আসলে বুঝবো যে আমি ঠিক ভাবে এগোচ্ছি?
🔘 টাকা না আসলে কত সময় পর্যন্ত ধৈর্য্য ধরবো?
এর জন্য পর্যাপ্ত Data আর Suggestion পাবেন Community এর বড় ভাই দের থেকে।
গ্রুপে বা তাদেরকে Personally Knock দিয়ে বলতে পারেন আপনার Situation, আর কত সময় লাগতে পারে সেটার Idea নেন।
লেগে থাকার জন্য আরো কিছু Effective ব্যাবস্থা করতে পারেন, যেমন:
▶️ একটা Outline Follow করা
▶️ Outline টা ঠিক আছে নাকি কাউকে দিয়ে যাচাই করে নেওয়া
▶️ Outline শেষ হওয়ার আগে Result পাবো না, সেটা ধরেই নেওয়া
▶️ কারো সাথে Project Basis এ কাজ করা
▶️ কারো Under এ Free Internship করা
▶️ কোনো বড় ভাই এর কাজ ফ্রীতে করে দেওয়ার বিনিময়ে শিখা
এভাবে Frustration থেকে বাঁচা যাবে, আর এই Stage টা পার করতে পারলেই আপনার Profile টা অনেক ভারী হয়ে যাবে, Employable হয়ে যাবেন 💼
Next Time, Give Up করার আগে এটা মনে রাইখেন 👊