Unhealthy Competition

Nijhoom

গতকালই এই বিষয়টা ভাবছিলাম Laguna তে বসে। একটা মা, আর তার ছেলে।

unhealthy-competition

গতকালই এই বিষয়টা ভাবছিলাম Laguna তে বসে। একটা মা, আর তার ছেলে, 12 টার দিকে School থেকে বাসায় ফিরছে। গরমে ছেলেটা অসুস্থ হয়ে গেছে আর এতই Tired যে, তার মায়ের হাতে একটু ভর দিয়েই ঘুমিয়ে গেছে।

ভাবছিলাম, আমিও ওই বয়সে, 5-6 টা বই আর 5-6 টা খাতা, পানির বোতল নিয়ে School এ যাইতাম।
Primary school গুলোতে সবচেয়ে বেশি Competition হয় Mainly Guardian দের মধ্যে। এটা Status এর Competition, Ego এর Competition. Unrealistic Expectations এর Competition.

তার সাথে লুলা-লেংড়া শিক্ষা ব্যাবস্থা, আর শিক্ষা মন্ত্রীর প্রত্যেক বছরের নতুন নতুন Experiment এর Mood Swing তো আছেই।
যা Realize করলাম, Primary School Level এ এই Competition, এত কষ্ট করলে সেটার আসলে Future Impact নাই বললেই চলে।
কি কাজে দেয়? যোগ বিয়োগ, গুণ ভাগ, আর English Sentence লিখতে পারা?
তাও Evaluation হবে Class 8 এর JSC (এটা আরেক ফালতু জিনিস, যার Real life কোনো Implication আমি পাই নাই) বা SSC তে!

Believe me, class 4, 5 এ যেই জিনিস গুলো জোর করে গেলানো হয়েছে, anyhow, ওই same জিনিস আবার Zero থেকে শিখানো হয়েছে SSC, আর Varsity এর Course এ।
তাহলে এই ছোট বাচ্চা গুলোকে ছোট বেলায় এত Pressure দেওয়ার মানে কি?

অধিকাংশ School Teacher ই ব্যবসায়ী, তার Class এর সবাইকে তার কাছেই Tuition নিতে হবে।
সে নিজে জীবনে কিছু না করতে পেরে, বাচ্চাদের Guide করছে জীবনে কিছু করার জন্য? যে বাধ্য করে Tuition করিয়ে লাখ টাকা ইনকাম এর ব্যবস্থা করে রাখছে, তার Moral Sense কতটুক?

ভার্সিটি এর 2 টা Class করে Mature মানুষই হাপিয়ে যায়। সেখানে এই বাচ্চাদের ভোরে ঘুম থেকে উঠিয়ে, 5-6 টা ক্লাস করে দুপুরে বাসায় এনে, খাওয়ানোর পর বিকালে Teacher এর বাসায় Tuition, রাতে বাসায় Varsity Student দিয়ে Private Tuition.

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts