ধরেন আপনি একটা Meeting এ যাচ্ছেন।
Office Hour, রাস্তায় অনেক জ্যাম।
🚌 আপনি Bus এ বসে আছেন, মনে হচ্ছে দেশের এমন কোনো Signal 🚦 নাই যেটায় আপনার Bus দাড়াচ্ছে না।
বার বার ফোন দিচ্ছে, আর কতক্ষন লাগবে জানার জন্য। আপনি অনেক Frustrated, দিনের শুরুটাই খারাপ যাচ্ছে, গরমের মধ্যে কিছু ভালো লাগতেছে না।
রাগ হচ্ছে এটা ভেবে যে ঢাকা কেন্দ্রীক কেন এত Office?!, প্রতিদিনের জ্যাম আর ভালো লাগে না!!
🗨️ নেমে হেঁটে যাবেন নাকি সেটা ভাবছেন। হাঁটার পথ 30 মিনিট।
🗨️ বাসে গেলে 5-10মিনিট লাগে জ্যাম না থাকলে।
নামবেন ভেবে, আবার বসে গেলেন, দেখলেন একটু একটু ছাড়ছে বাস,
তাছাড়া আসে পাশের আরো হাজার খানেক মানুষ তো একদম চুইংগাম এর মত বাস এর Seat গুলোতে বসে আছে। কারো কোনো তাড়া নেই দেখে ভাবলেন বসে থাকাই হয়ত ঠিক।
একটু পর দেখলেন আপনার মত Young একজন বলে উঠল,
ধুরু!! ভাই ভাড়া লন, হাইট্টা ই যামু আজকে।
তার দেখা দেখি আপনিও নেমে যাওয়ার সাহস পাইলেন।
নেমে দেখলেন, ঠিক ই তো, জ্যাম তো মারাত্মক লেভেলের।
খেয়াল করলেন আপনার মত আরো অনেক অনেক লোক বাস থেকে নেমে হেঁটেই যাচ্ছে।
কেউ কেউ আবার এই পরিস্থিতির কারণে Regular Cycle 🚲 দিয়ে যায়, জ্যাম লাগলেই সাইকেল থেকে নেমে ফুটপাত দিয়ে টিং টিং করে হেঁটে জ্যাম পার হয়ে আবার Cycle চালিয়ে যায়, Smart 😯
বাস এ কখন যাইতে পারতেন না পারতেন সেটার কোনো Surety ছিলো না।
কিন্তু হেঁটে Surely আপনি 30 মিনিটে পৌঁছে যাবেন।
তাই কল দিয়ে বলে দিলেন, এইতো হেঁটে আসতেছি, আর মাত্র 30 মিনিট এর মত লাগবে।
🌤️ দেখলেন রোদ থাকলেও বাতাস আছে বাইরে, খোলা বাতাসে নিশ্বাস নিয়ে মজা পাচ্ছেন।
চিন্তা কমে গেলো, সব কিছু এখন Sorted. ভালো লাগছে Overall 🍃
Thanks ঐ ভাই টাকে, যে সাহস করে জ্যাম এ বসে থাকা কে Refuse করে নেমে গিয়েছিলো, যাকে দেখে আপনি সাহস করতে পেরেছিলেন।
🧠 Career এর ক্ষেত্রেও কি বাকিদের মত অনিশ্চয়তা নিয়ে বাস এ, গরমের মধ্যে, জ্যাম এ বসে আছেন?
Take Control of Your Situation