Initiative নেওয়ার আগে অনেক চিন্তা করি, শেষমেষ আবার অন্য কিছুতে Focus চলে যায়।
এতে হয়ত আমি রিস্ক কম নিচ্ছি, কিন্তু তাতে Result পাওয়ার সম্ভাবনাও কমে যাচ্ছে।
কয়েকটা Failed Plan, Failed Attempt আমাকে যা Experience দিবে তা 1 টা Successful Attempt থেকে পাওয়া সম্ভব না।
আমি যদি শুরুই না করি, তাহলে সেটার খারাপ আর difficult বিষয় গুলো আমার সামনে কখনো আসবে না। এতে আমার সমসময় মনে একটা আফসোস থেকে যাবে সেটা শুরু না করতে পারার কারণে।
একটা কথা আছে “Either you will succeed or you’ll gain experience, there’s no failure”
তাই Failure কে আমরা যতটুক ভয় পাই, আসলে সেটা অতটা ভয় Deserve করে না।
Plus Success কে যতটুক Flawless ভাবী সেটা ততটা Flawless ও না।
এক এক জনের জন্য Success এর Definition ই এক এক রকম। আর Success এর Level Reach করার থেকে Regularly সেটা Maintain করা অনেক কঠিন।