Start YouTube, Differently!

Nijhoom

YouTube এ Skill Related Video বানাতে চাচ্ছেন?

YouTube এ Skill Related Video বানাতে চাচ্ছেন?

Don’t start with

🍥 What is HTML
🍥 What is Graphic Design
🍥 What is Freelancing
🍥 What is Programming
আমাদের অনেক অনেক Basic Level এর ভিডিও আছে❗
▫️▫️
🧠 অন্য কারো Basic Video Playlist কে Base ধরে,
তারপর আপনি Intermediate or Advance ভিডিও বানান।
▫️▫️
প্রথম ভিডিওতে বলে দেন, আমার এই Playlist দেখতে হলে এই এই জিনিস গুলো জেনে আসতে হবে।
আর জানার জন্য চাইলে অমুক ভাই এর ভিডিও Playlist টা দেখে নিতে পারেন
(🔗 Link Description এ)।
▫️

কারণ, শুরুতে যখন ভিডিও বানাচ্ছেন,

🔘 Basic Video অনেক আছে
🔘 Viewer কম হলে আপনিও বাকিদের মত হতাশ হয়ে ছেড়ে দিবেন
🔘 Advance Video Paid কোর্স ছাড়া খুব কম।
🔘 যার কারণে Advance Video এর Demand আছে
🔘 Basic ভিডিও বানানো টা Boring আর Tiring
🔘 কারণ এখন আপনার কাজে কোনটা কাকে বলে এগুলো লাগে না
🔘 তাই আপনাকে Extra Effort দিয়ে সব Zero Setup এ নিতে হয়
🔘 যেই Friction এর জন্যই কয়েকটা Video বানিয়ে হাপিয়ে যাবেন
🔘 এজন্যই সব Playlist শুরু হয়ে 20-30 টা ভিডিওর পর থেমে যায়।
🔘 New Advance ভিডিও এর Audience আছে, Content নাই
এছাড়া Paid কোর্স যারা বানায়, তারা একটানা Record করে, তাই অনেক কিছু চাইলেও In-detail যেতে পারে না।
▫️
🧠 যেই Gap টা আপনি Fulfill করতে পারেন।
▫️
YouTube এ যারা ভিডিও দেই, তারা Free Time এ যখন mood থাকে তখন করি।
তাই Video Quality আর Content দুইটাই অনেক ভালো হয়।
(যা পেইড কোর্স এ হয় না)
▫️

একটু Differently Start করেন 🦹

Advance Complete করতে গিয়ে দেখবেন

🔘 বাকিদের Basic Video তে কিছু Information Lacking আছে
🔘 চাইলে সেগুলো নিয়ে আবার Basic Playlist বানাতে পারেন।

▫️

👊 আমি সাজেস্ট করি, যে যতটুকই পারেন, যা ই পারেন, Tutorial বানান। এতে –

🍥 আপনার Communication Skill বাড়বে
🍥 উচ্চারণ শুদ্ধ আর Clear হবে
🍥 কথার জড়তা কাটবে
🍥 কথা বলায় Expression আর Emphasis আসবে
🍥 নতুন অনেক কিছু ঘাটা হবে, মানুষকে জানানোর জন্য
🍥 যা নিজে Experience থেকে এমনেই করে ফেলেন
🍥 তাই Strategically কেন করে, Rediscover করতে পারবেন
🍥 নিজের একটা Audience থাকা অনেক Motivation দিবে কাজে
🍥 মানুষকে Help করতে পারলে তারা মন থেকে দোয়া করবে
🍥 এই দোয়া অনেক Powerful, যা Career এ Boost দিবে।
🍥 দিন শেষে মনে হবে, You’re SOMEONE Making IMPACT 🦸

কেউ কখনো পুরোপুরি Experienced হয়ে শুরু করতে পারে না।

▫️

Guru হিসেবে শুরু করার চিন্তা বার দেন❗
🚫 Imposter Syndrome এর জন্য শুরুই করা হবে না

▫️

🪨 Learner হিসেবে শুরু করে দেন
🪨 নিজে যা শিখছেন, যা খেয়াল করছেন সেটাই শেয়ার করেন
🪨 মানুষ Experience শুনতে পছন্দ করে
🪨 আরেকজনকে নতুন Experiment করতে দেখতে পছন্দ করে
🪨 Mentor কি ভুল করেছে, সেটা কিভাবে Solve করেছে,
🪨 সেটাই জানতে পছন্দ করে।

▫️

হ্যা, যতটুকই জানেন, আপনি 100% Ready, শুরু করে দেন⚡

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts