সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের সাথে যে ফেরেশতা থাকে তারা বারবার বলতে থাকে যে “start your day with good”,
তাই সকাল বেলা ঘুম থেকে ওঠার পর কোন একটা ভালো কাজ দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন।
তাহলে সারাদিন ভালো যাওয়ার সম্ভাবনা বেশি।
এই ভালো কাজ যেকোন কিছু হতে পারে, যেমন:
🔘 নামাজ পড়ে শুরু করা
🔘 আয়াতুল কুরসী পড়ে শুরু করা
🔘 ফিজিক্যাল এক্সারসাইজ করা
🔘 গোসল করে নেওয়া
🔘 কোন একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করা
🔘 ভালো কিছু খাওয়া
🔘 হাঁটতে বের হওয়া
🔘 ইসলামী লেকচার শোনা
🔘 পুরো দিনের Plan করা