Tags
পড়তে লাগবে
Short Description
ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।
ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।
Graphic design, web design, digital marketing বা যেকোনো স্কিল।
এটা সম্পূর্ন আপনার নিজের যেটা ভালো লাগে তার ওপর ডিপেন্ড করে।
আমরা যারা ই Freelancing করি তাদের কয়েকটা Skill শিখা লাগে, তাই বেশি চিন্তার কিছু নেই, একটা দিয়ে শুরু করলেই পরে প্রয়োজনে বাকিগুলো শিখে নিতে পারবেন। তারাতারি শুরু করা টা জরুরি।
তারপর মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রোফাইল খুলতে হবে।
এক্ষেত্রে অনেকে ভুল বুঝে, যে আমি কাজ শিখাই নাকি।
কিন্তু আমি কাজ বা skill development শিখাই না, কাজ পারা মানুষদেরকে Sell করা শেখাই।
🔥 Learning Journey
কাজ শিখার জন্য-
🟧 Offline Course:
https://www.facebook.com/ShikhbeShobai/
https://facebook.com/Codemanbdedu
https://www.facebook.com/CreativeITInstitute
https://www.facebook.com/coderstrustbangladesh
🟩 Online Course:
https://www.facebook.com/ostadapp
https://www.facebook.com/brightskillsofficial
https://www.facebook.com/learningmateacademy
https://10minuteschool.com/skills
⚠️ Warning!
এদের সাথে আমার আর্থিক/পার্সোনাল কোনো সম্পর্ক নেই, তাই নিজের রিস্ক এ তাদের সাথে ডিল করবেন
এগুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোন স্কিল শিখে নিতে পারেন।
⭐️ RECOMMENDED MENTORS
যদি বলেন কোনটা পছন্দ বা কোনটা শিখবো সেটাও জানা নেই!
তাহলে,
🧠 আঁকা-আঁকি অথবা Design পছন্দ হলে: Graphic Design / Ui-Ux
🧠 Website অথবা Coding পছন্দ হলে: Web Design / Web Development
🧠 Marketing পছন্দ হলে: Google Ads, Facebook Ads / SEO
এখান থেকে যেকোনো একটা দিয়ে শুরু করতে পারেন।
যদি তারপরও কী দিয়ে শুরু করবেন Decide করতে না পারেন,
তাহলে বলব আপনি এখনও Freelancing শুরু করার জন্য Ready না। আপনি হয়তো Just টাকার কথা ভেবে করতে চাচ্ছিলেন, Effort দিতে চাচ্ছেন না।
এমন হলে Graphic Design থেকে শুরু করতে পারেন, কারণ Graphics এর Knowledge টা অন্য Skill গুলোতে পরবর্তীতে লাগে, যেমন –
- Ui-Ux Design
- Web Design
- App Development
- Digital Marketing
- Video Editing
- Animation etc.
🟩 মনে রাখবেন আপনি কখনো একটা স্কিল শিখেই বেশিদিন Freelancing করতে পারবেন না।
আপনার যেকোনো Skill এর সাথে Related আরো অনেক স্কিল শিখতে হবে।
তাই বেশী না ভেবে, যেকোনো একটা স্কিল শিখে শুরু করে দেন তারপর আপনি বুঝবেন কোনটা শিখতে হবে।

🔥 FREELANCING JOURNEY
FREE GUIDELINE!
Skill শিখা হলে আমার Step by Step Playlist দেখলেই সেল করতে পারবেন।