Skill Knowledge

Nijhoom

আমরা অনেক সময় কোনো Channel, Page বা Company এর Graphic Design গুলো নিয়ে মজা করি। Low Standard Design দিয়েই তাদের সার্ভিস সম্পর্কেও ধারণা করে ফেলি।

🗨️ যেটা সম্পূর্ন ভুল।

Graphic Design অবশ্যই একটা গুরুত্বপূর্ন Part কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ না।
একটা Company কে ভালো হতে হলে তার Internal অনেক কিছু একসাথে ভালো একটা Sync এ কাজ করতে হয়।
ভেতরের Operations, Production যদি ঠিক না থাকে Graphic Design দিয়ে Sell হবে না। Product এর Usefulness না থাকলে ভালো Design কোনো কাজে আসবে না।

আমরা Internal, Backend এর কাজ গুলোতে Focus না করে Fine-Line এ বেশি Focus করি। নিজের Product আর Service Quality ঠিক না করে, Office Decoration, Room টা কিভাবে সাজানো যায়, Website টার Design সুন্দর হয়েছে নাকি, Banner, Flyer টা ঠিক হয়েছে নাকি এগুলো নিয়ে পরে থাকি।

যার কারণে Company Struggle করে। এছাড়া যারা Product Quality এর দিকে বেশী Focus করে, তাদের Design খারাপ হলেও, Just একটা ভালো Designer Hire করলেই তারা তখন Thrive করা শুরু করে, কারণ তাদের Backend এর সবকিছু Sorted।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts