Sixth Sense

Nijhoom

আমাদের Sixth Sense, যেটা বছরের পর বছর Experience থেকে Develop হইছে, সেটা অনেক সময় Feeling দেয় যে কিছু অস্বাভাবিক মনে হচ্ছে।

বাইরে গেলে নিজের Surroundings সম্পর্কে সচেতন থাকা আসলেই অনেক গুরুত্বপূর্ণ।

আমাদের Sixth Sense, যেটা বছরের পর বছর Experience থেকে Develop হইছে, সেটা অনেক সময় Feeling দেয় যে কিছু অস্বাভাবিক মনে হচ্ছে।
যখনই এমন একটা Feeling আসে, Chances অনেক বেশি থাকে যে কোনো সমস্যা হতে পারে বা সামনে কোনো বিপদ আছে।
Life এর অভিজ্ঞতা থেকেই এই Sense Create হয়, তাই Suspicious কিছু মনে হলে সাথে সাথে Extra Careful হওয়া উচিত।

💬 একটা Recent ঘটনা বলি:

গত সপ্তাহে একটা Event এ গিয়েছিলাম, Event শেষে মোড়ে দাড়িয়ে Senior একজনের সাথে ফোনে কথা বলছিলাম।
তো কথা বলা শেষে একজন Mask পড়ে (25-30 বয়সি একটা চিকন ছেলে) আমার হাতের Mobile থেকে Time জানতে চাচ্ছে।
“ভাই কয়টা বাজে এখন?”
“7:12 বাজে”
“আচ্ছা ঠিক আছে”

লোকটা একটু দূরে যাওয়ার পর দেখলাম তার বাটন Phone থেকে কাকে যেনো কল দিয়ে কথা বলছে।

তো তখন আমার মনে হলো Phone থাকা সত্বেও আরেকজনকে Time জানতে Ask করবে কেনো?
করলেও আমাকেই কেনো?
তার বাটন ফোনে যদি Time ঠিক নাও থাকে,
যাকে Phone দিলো তাকেও তো Ask করতে পারতো?
আর এই Trick টা আগে থেকেই জানি কারো Pocket এ কোন মোবাইল আছে এটা দেখার জন্য এমন Randomly Time Ask করে (ছোট বেলায় আরেকটা Similar ঘটনা ঘটেছিল😅)

তো তখন আমি যেহেতু Senior ভাই এর সাথে দেখা করতে যাচ্ছিলাম, দেরি না করে 30 সেকেন্ডের মধ্যেই একটা বাইক নিলাম খ্যাপ এ। আর সেই জায়গা থেকে তাড়াতাড়ি Move হয়ে গেলাম।
💬 হয়ত কিছু হইতে পারতো, হয়ত নাও হইতে পারতো। কিন্তু যেহেতু আমার বিষয়টা Unusual মনে হয়েছে, আমি সেটা Ignore না করে Action নিয়েছি।
এভাবেই, এই Sixth Sense ই আপনাকে Unwanted অনেক Danger থেকে Protect করতে পারে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts