আমার একটা Money Management Tip নিয়ে কথা বলবো:
কোন কিছু আপনার প্রতিমাসেই দরকার হয়, তাই আজকে 1 টা কিনলে দাম পড়ছে 350 টাকা। আর একসাথে 2 টা কিনলে সেটার দাম পড়ছে 670 টাকা (মানে 30 টাকা বাঁচবে)
❝এখন আপনি একসাথে 2 টা কিনবেন নাকি এই মাসে যেই একটা দরকার সেটাই কিনবেন?❞
এখন পরের মাসের জন্য আরেকটা না কিনে এই টাকাটা যদি আপনার কাছে থাকে তাহলে অন্য কাজে লাগাতে পারবেন, মাস শেষে আবার বেতন/পেমেন্ট পেলে আবার গিয়ে আরেকটা কিনতে পারবেন।
এক্ষেত্রে আবার কিনতে যাওয়ার জন্য আপনার যে সময় আর যাতায়াতে খরচ সেটা বিবেচনা রাখতে হবে, যদি সেটা সেই টাকা রাখার কারণে যতটুক Utilize করতে পারছেন সেটার Value থেকে আপনার Cost বেশি হয় তাহলে একসাথে 2 টা কিনে আনলেই Better.
আর যদি সময় + যাতায়াতের Cost তেমন বেশি না লাগে, তাহলে যখন প্রয়োজন তখন কিনে আনাই Better.
ভার্সিটি থাকাকালীন আমি এই কাজটা করতাম🤫
💬একটা ঘটনা বলি:
অনেকে জানেন যে Private University তে প্রতি সেমিস্টারে টিউশন ফি প্রায় লাখের কাছাকাছি হয়ে থাকে।
তাই প্রতি সেমিস্টারে আমি যদি 1 মাসের ডেডলাইনের মধ্যে জমা দেই তাহলে আমাকে কোন জরিমানা দিতে হতো না।
কিন্তু আমি টাকাটা নিজের কাছে রেখে দিতাম যাতে যেকোন ইমারজেন্সির জন্য অথবা কোন ইনভেস্টমেন্টের জন্য হাতে টাকা থাকে।
আমি যদি এই 1 লাখ টাকা কারো কাছ থেকে 4 মাসের জন্য নিতে চাইতাম তাহলে কেউ দিত না।
কিন্তু আমি Just 1 হাজার টাকা Late Fine দিয়ে এই টাকাটা 3-4 মাস রাখতে পারছি 😉
🚫সতর্কতা:
এসব ক্ষেত্রে আপনার Self Control আর Money Management স্কিল ভালো না থাকলে, যদি এই টাকা কোন কারণে অযথা খরচ করে ফেলেন তাহলে আরো বড় বিপদে পড়তে পারেন!
তাই Self Control না থাকলে এই Method আপনার জন্য না।