একটা অপ্রিয় সত্যি কথা বলি,
সাধারণত কোনো Senior এর কাছে Guideline চাইলে তারা প্রথম যেই সাজেশনটা দিবে, এটা শুধুমাত্র আপনার Seriousness পরীক্ষা করার জন্য।
🗨️ তারা চায় আপনি যেন একটু পরিশ্রম করে, ঘুরে আবার আসেন।
🗨️ আসল গাইডলাইন তারা তারপরে দিবে।
কিন্তু Most of the time তারা সেই প্রথম সাজেশন এর পর আর কখনোই ফিরে আসে না 🏃♂️। কারণ সেই ছোট কাজটাই করে উঠতে পারে নাই।
🧠 আপনার কি মনে হয়, কেউ নিজের যোগ্যতা প্রমাণ না করতে পারলে, অন্য কেউ তার ৫-১০ বছরের Experience সন্দেশের মত Inbox এ দিতে থাকবে?
এ কারণে, একই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সিনিয়রের ইনবক্সে গিয়ে Suggestion চায়।
তারা ভাবে যে, কোনো একদিন একজন Mentor তাকে এমন একটা সাজেশন দিবে, যাতে তাকে কাজ করতে হবে না, এমনেই ইনকাম এনে দিবে।
যা কখনো সম্ভবই না।
🗨️ তাহলে Next কাকে Inbox করছেন?