More risk, greater the reward
20 থেকে 35 বছর হলো Risk নেওয়ার বয়স, এই সময় Risk না নিয়ে, পরে বেশি টাকা হলে নিবেন ভাবছেন?
বয়স বাড়ার সাথে সাথে আমাদের আরো Responsibility বাড়বে, Family র মানুষদের জীবনে Stability আপনার কাজের ওপর Related থাকবে।
তখন আপনি চাইলেই,
🏐 কোনো বড় ডিসিশন নিতে পারবেন না
🏐 বড় কোনো Invest করতে পারবেন না
🏐 বড় লস সহ্য করতে পারবেন না
আপনার Risk Tolerate বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকবে।
Risk Tolerance যত কমবে তত Robotic কাজ করা শুরু করবেন, যেখানে মাস শেষে একটা নির্দিষ্ট Revenue আসবে আর সব কিছু Smoothly চলবে।
বাকি জীবন তো পরেই আছে, ভেবে যারা এখনো নিজের উদ্যোগ গুলো নিচ্ছেন না।
অনেক বড় একটা সম্ভাবনা আছে যে সেটা আর কখনো নেওয়া হবে না।
আজ Risk নেওয়ার সাহস না করতে পারলে, কাল তার থেকেও কম সাহস বা Ability থাকবে।