Remove Distractions

Nijhoom

Successful হতে কি কি করা লাগবে কোন Step Follow করতে হবে তা জানি কিন্তু Continue করার মতো Motivation পাই না।

Successful হতে কি কি করা লাগবে কোন Step Follow করতে হবে তা জানি কিন্তু Continue করার মতো Motivation পাই না।

আলসেমি করে Procrastination করি, তাই সেই কাজটা আর করা হয় না।🍥এর পেছনে কারণ হলো বার বার Jump করা ।
যখনই Community তে Income Screenshot দেখি, মনে হয় কাজটা তো অত কঠিন না, চাইলে তো আমিও করতে পারি!
এভাবে কিছুদিন করার পর পর আগেরটা বাদ দিয়ে নতুন আরেকটা Skill নিয়ে প্ল্যান করতে থাকি।

এটা একটা loop মতো কাজ করতেছে।

🍥যখনই আমার Plan গুলোর জন্য Immediate Action নিচ্ছি না,
🍥তখন সামনে আরেকটা Option আসতেছে যেটা তার থেকেও Better মনে হচ্ছে।

✊ এর থেকে বের হতে নিজেকে Restrict করতে হবে, নিজের সামনে কি কি আসবে সেটাকে Control করতে হবে।

এজন্য যা যা করতে পারেন:

🌀 Social Media তে আপনার Industry Related,
🌀 Career এর সাথে Align হয় এমন মানুষদের এড করবেন।
🌀 এছাড়া যত ফ্রেন্ড আছে তাদেরকে Unfriend না করতে পারলেও
🌀 অন্তত Unfollow করে রাখবেন,
🌀 যাতে তাদের কোন পোস্ট timeline এ না আসে।
🌀 সম্ভব হলে Personal & Professional Profile আলাদা করেন।
🌀 Irrelevant Group, Page সবগুলো থেকে Leave নেন।
🌀 Irrelevant Group chat থেকে Leave নেন।
🌀 Free কোর্স এর কালেকশন Delete করে দেন।

যে পর্যায়ে যেতে চান, এমন Senior দের সাথে Add হতে চেষ্টা করবেন,
Top 5 থেকে 10 জন মানুষকে Favorite ⭐ করে রাখবেন, যেন তাদের পোস্টগুলো সবার আগে আসে।

🔴 YouTube এ সবচেয়ে বেশি সময় নষ্ট হয়, আর সহজে কিভাবে ইনকাম করা যায় এমন Click Bait ভিডিও থাকে।
সেখানে Distracted হওয়ার Chance অনেক বেশি তাই
🔘 যেই Gmail দিয়ে YouTube এ Sign-in করা সেটা থেকে যতগুলো Irrelevant Channel Subscribe করা আছে সবগুলো Unsubscribe করবেন।
🔘 YouTube এর জন্য Unhook Chrome Extension Use করতে পারেন, যাতে শুধু যা দেখতে গিয়েছেন, সেটাই দেখায়।

⭐ যেই Channel গুলো আপনার Skill Related শুধু সেই কয়েকটা Channel রাখবেন।

এতে শুধুমাত্র আপনার সাথে Relevant Topic আর Resource গুলা সামনে Surfaced হবে & না চাইলেও সেগুলো থেকে Knowledge Gain করবেন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts