Religious Guideline

Nijhoom

যদি ইসলামিক Guideline গুলো দেখেন, একজন মানুষকে Self Reliant থাকার জন্য যা যা দরকার সব কিছুর Practical Implication আছে।

🗨️ নামাজ

প্রতিদিন Time Management এর Best practice এর থেকে ভালো কি হতে পারে? দিনে বিভিন্ন সময় 5 বার সময় মত Task টা করা কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ এটা Manage করতে হলে আপনার Daily Life এর Activity Planned আর গুছানো থাকা লাগবেই।

🗨️ পরিচ্ছন্নতা

একটা মানুষ তার Personal Life এ যত পরিপাটি থাকে, তার সব কাজেই সেটার Reflection পাওয়া যায়।
যে নিজের সব কিছু পরিষ্কার রাখে, গুছিয়ে রাখে, তার থেকে আপনি অগুছালো কাজ পাবেন না। আর ইসলামে এখানে আমাদেরকে Strictly Sanctity Maintain করতে বলা হয়েছে, নাহলে নামাজ ই হবে না।

🗨️ Money Management

একটা বিষয় খেয়াল করলে দেখবেন, আমাদের যত কম টাকাই থাকুক, আমাদেরকে কিন্তু সেটার ই Proper Utilisation করতে বলা হয়েছে। সেটার মধ্যেই Plan করে মিতব্যয়িতা Maintain করতে বলা হয়েছে। একারণেই বরকত আসে, আর সেটা এমন একটা জিনিষ যাতে কম Income এও অনেকে বেশি Income করা লোকের থেকে অনেক ভালো থাকতে পারে।

Poor Money Management এর কারণে অনেকে 1 লাখ income করে তবুও 1 লাখ 20 খরচ হয়ে যায়, বাকি 20 হাজার ধারে নিয়ে চলে। আবার কেউ Just 20 হাজার Income করেও সংসার চালিয়ে নিচ্ছে কারো Help ছাড়া। Compare করলে দেখবেন 20 হাজার Income করা লোকের মানুষিক শান্তি বেশি। কারণ তার Financial Burden নাই, সে তার Income অনুযায়ী Lifestyle maintain করছে। এছাড়া দান, যাকাত নিয়ে আলাদা করে কিছু বললাম না, যার Impact আমরা সবাই জানি।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts