কোর্স করার আগেই গিয়ে Video সংখ্যা গুনি।
ভিডিও Quality বা Content কি আছে সেটার দিকে খেয়াল করি না।
একটা 20 ঘন্টার কোর্স, 40 ঘন্টার কোর্স শেষ করতে পারা মুখের কথা না। আপনার মনে হচ্ছে একবারই Invest করে A টু Z ভিডিও পেয়ে গেলে হয়তো আর কোন কোর্স কিনা লাগবে না।
কিন্তু Course এর Length যত বড় হবে আপনার সেটা থেকে ছিটকে পড়ার Chance অনেক বেশি।
দেখবেন 2 মাসের কোর্স যতটা Successfully শেষ হয়, 6 মাস বা 1 বছরের কোর্স তত Successfully শেষ হয় না।
কারণ লাইফ Plan অনুযায়ী আগায় না, মাঝে অনেক Difficulties আসে, অনেক পারিবারিক, আর মানসিক সমস্যা আসে।
🏵️ যার কারণে ক্যারিয়ারের শুরুতে একটা Specific Part এর ছোট ছোট কোর্স করে ফেলা উচিত।
🏵️ আমি Suggest করি Live Class হয় বা Offline কোর্সগুলো করা।
যাতে কোর্স করার সাথে সাথেই Mentor আপনার থেকে কাজগুলো আদায় করে নিতে পারে।
🖱️ আপনার যেনো পরে একা একা আলাদা করে সময় দিতে না হয়।
100 টা ভিডিও হলে সেটার দাম বেশি হবে, আর 10 টা ভিডিও হলে সেটার দাম কম হবে। এমন Tendency থেকে বের হয়ে আসা উচিত।
কারণ এই Tendency এর জন্যই Mentor রা একটা টপিক কে:
🔘 টেনে টুনে, ঘুরিয়ে পেচিয়ে Length বড় করে।
🔘 বা 2 মিনিট করে 1টা টপিকেই 10 টা করে ভিডিও বানিয়ে সংখ্যা বাড়ায়।
একটা কোর্সে হুট করেই Join হওয়ার আগে:
🪨 সেটা কতটুকু Successful ভাবে অপারেট করা হচ্ছে
🪨 কতটুকু Organised ভাবে ম্যানেজ হচ্ছে
🪨 Outline গুলো কতটুকু
🪨 আগে যারা করেছে তাদের সাথে কথা বলে
🪨 Mentor এর বোঝানোর Style আমার সাথে যায় কিনা
এসব দিক বিবেচনায় রেখে ডিসিশন নিতে হবে।
📚 ভিডিও সংখ্যা গুণে আসলে Quantity এর দিকে খেয়াল করছি, Quality এর দিকে খেয়াল করছি না।
যার কারণেই আমরা কোন কোর্স অর্ধেকের বেশি শেষ করতে পারি না।