Private University Student

Nijhoom

আমরা যারা Private University Student, তাদের পড়ার Pressure একটু বেশি থাকে। বিশেষ করে প্রতি মাসে Mid-Quiz এর কারণে Extra Curricular কিছুতে Focus করা যায় না।

কিন্তু Believe me, Bangladesh Job Market এ Extra Curricular Activities কে অনেক বেশি Importance দেওয়া হয়।
ধরেন একই Qualification এর CV, কিন্তু একজন এর Event Management এর Experience আছে, I Bet You, এই Experience এর কারণে সে Selected হয়ে যাবে।

আরেক দিকে, আমরা নিজেরা Sustain করার জন্য, বাসার থেকে Pocket Money না নেওয়ার জন্য Student পড়াতে চেষ্টা করি।
📓 Student পড়ানো টা আমি নিজে Hate করি [Yes আমি কখনো বাসায় গিয়ে Student পড়াই নাই এজন্য].
কারণ পরীক্ষা শেষ হলে, বা কম টাকায় আরেকজন Teacher পেলে আমাকে বলবে আর আশা লাগবে না। Plus প্রত্যেকটা Student পেতে বা পড়াইতে আবার সেই Zero থেকে শুরু করতে হয়।

বেতন নিয়ে ক্যাচাল, আর এটা Experience হিসেবে কোথাও Count ই হয় না। তার থেকে যেকোনো Internship Better বলে মনে করি, free হলেও সেখানে Experience থাকে Growth opportunity থাকে।

এখন আসি আরেক দিকে, Private University Student দের আবার Job Market এ প্রধান্য বেশি (Speaking from own experience)
কেনো? কারণ একটা Concept Create হয়ে গেছে যে,

🗨️ তারা Usually Technologically sound & Smart.
🗨️ তারা Pressure নিতে পারে আর
🗨️ তাদের Self Development এ Invest করার প্রবণতা বেশি।
🗨️ তারা English Speaking and Understanding এ Comparatively better.

এখন ব্যাপারটা হলো, এত Advantage পাওয়ার পর ও Private University Student রা University তে থাকা কালীন কিছু করতে পারে না, Class schedule & pressure এর কারণে।

কারণ ভাই, কিছু করতে হলে তো একটা Schedule Follow করতে হয়।
যখন ইচ্ছা তখন Office এ আসবেন, এমন Job শুধু মহাখালী এর Fraud Scam Company গুলোতেই পাওয়া যায় 😅

তাই আমি Recommend করি এই Advantage গুলোকে কাজে লাগিয়ে নিজের Career এর সাথে Align হয় এমন Skill দিয়েই Freelancing শুরু করতে।
এতে Job Market এও বাকিদের থেকে এগিয়ে থাকা যায় Real Life Project Experience এর দিক থেকে।
আর সাথে সাথে একটা ভালো Income Stream ও বানানো যায়।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts