Priority Management করা কেন প্রয়োজন❓

Nijhoom

আমাদের মধ্যে একটা Mindset আছে, যে - কাজ পেয়ে গেলে Unimportant কাজে সময় দিতে গিয়ে Main কাজের Impression ই বরবাদ করে দেই।

আমাদের মধ্যে একটা Mindset আছে, যে –

কাজ পেয়ে গেলে Unimportant কাজে সময় দিতে গিয়ে Main কাজের Impression ই বরবাদ করে দেই।যেমন: Orange Juice Order করলেন, কিন্তু দোকানদার Order পাওয়ার পর, আপনাকে দাড় করিয়ে রেখে; তার Orange গুলো সুন্দর করে সাজাতে শুরু করলো।
🗨️ এটা কি আসলেই এখন করা দরকার ছিল❓
🗨️ Customer যখন থাকে না, তখন এগুলো করা যেত না❓

ঠিক একই কাজ আমরাও করি,

যখন Client Order Place করে ফেলে, তখন Skill Development Video দেখি, Portfolio বানাই, Chill করি।

⌛ এভাবে 1 সপ্তাহের কাজে, 6 নাম্বার দিনে গিয়ে কাজ করতে বসি!

🎯যেটা আমার Main Priority হওয়ার কথা ছিল, সেটাকে সবার শেষে রাখি, কারণ কাজ তো পেয়েই গেছি!

🧠 এই Mindset এর কারণে আমিও অনেক Struggle করছি, অনেক Project Refund করতে হয়েছে।

আমরা Indian আর Pakistani দের থেকে পিছিয়ে আছি মূলত এই Professionalism এর কারণেই।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts