Prioritize

Nijhoom

কোনো Client Knock দিলো, হয়ত ঘুমাচ্ছেন, ভিডিও দেখছেন, Portfolio ঠিক করছেন।

কোনো Client Knock দিলো, হয়ত ঘুমাচ্ছেন, ভিডিও দেখছেন, Portfolio ঠিক করছেন। এতে Client সেই সময়ের মধ্যে আরেকজনকে খুজা শুরু করে দিলো।

একটা দোকানে গেলেন, দাড়িয়ে আছেন আর দোকানদার Product গুছাচ্ছে, ফোনে কথা বলছে, বা অন্য কিছু করতেছে।
🏵️ যেখানে তার উচিত ছিলো আগে Customer কে বিদায় করা।
আবার ধরেন কোথাও কিছু কিনতে লাইনে দাড়িয়ে আছেন, পরিচিতি বলে সে একজনকে লাইনে একটু পেছনে থাকার পরও আগে Serve করলো। এতে সে Regular Customer এর সামনে ভালো সাজতে গিয়ে Regular Customer হতে পারত এমন Potential 10 জন মানুষের সামনে প্রথমেই বিশ্বাস হারিয়ে ফেললো।

🍘 Culturally আমরা Prioritize করতে ভুল করি।
যেই Goal এর জন্য এতদিন কস্ট করলাম, সেটা আসার পর মনে হয় আছেই তো, আসছে যখন যাবে না। একটু দেরি হলে সমস্যা নেই।

▫️

তাই ছোট কারণে বা Important না এমন অনেক কিছুতে Involved থাকি; আসল কাজে Delay করি।

🍥এর Main কারণ হলো Prioritize না করা, কখনো না ভাবা যে, কোনটার Priority কতটুক।
আগেই ভেবে নিতে হবে Priority অনুযায়ী কোনটা কার আগে আসবে। তাহলে যখন কাজ করবো তখন তার থেকেও বেশি Priority এর কিছু আসলে, সাথে সাথে সেটা করে দিবো, তারপর কম Priority এর কাজ নিয়ে আগাবো।

🏵️ অনেক সময়, কম Budget হলেও যেই Client রা বেশি প্যারা দেয়, বার বার Update চায়, আমরা সেটা আগে করে দেই।
কিন্তু বেশি Budget এর Project গুলো Delay করি।

🔹এতে সেই কম বাজেট এর লোকও একবার কাজ করিয়ে Next Time অন্য কাউকে Find করে নেয়, বা আপনাকেই আবার প্যারা দিয়ে কাজ করাতে আসে।

🔹আর বেশি বাজেট এর Client ভাবে আপনি Careless, Unprofessional, তাই শেষমেষ আরো Professionalism এর জন্য একই টাকায়, বা আরো বেশি Pay করে সে কোনো Agency Hire করে নেয়।

⭐ কোনো কাজের Budget, Opportunity Cost, Future Impact সব কিছু কে Consider করে সেটার একটা Priority ভেবে নিতে হবে। আর যে যতই চিল্লাক, তাকে সেটার Priority অনুযায়ী সময় জানাতে হবে।

🍘 সে সেটার জন্য অপেক্ষা করতে পারলে ভালো, তা না হলে এমন প্যারাদায়ক Client আপনার Competitor কে বেশি মানাবে, আপনাকে না 😅

তাই এখন থেকেই Project, Task, Responsibility এর Priority গুলো ভেবে নিবেন, কেমন কাজে কতটুক Priority দেওয়া উচিত। দেখবেন Next থেকে সবকিছু Sorted হয়ে যাবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts