যারা নিয়মিতভাবে ছোট ছোট আমল করে আল্লাহ তাদেরকে পছন্দ করে।
🟢হাদিসে এসেছে, “আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে যেটা নিয়মিতভাবে করা হয়, যদিও সেটা অল্প হয়।”
(সহিহ বুখারি, হাদিস ৬৪৬৫)
🟢কোরআনে আল্লাহ বলেন, “কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন।” (সূরা বাকারা, ২:১৯৫)
নিয়মিত ছোট ছোট আমল যেমন দান-সদকা, নামাজ পড়া, বা অন্যদের সাহায্য করা আল্লাহর কাছে খুবই প্রিয়।
তাই ছোট হলেও নিয়মিতভাবে ভালো কাজ করার চেষ্টা করা উচিত।
যেমন:
▪️ প্রতিদিন কিছু কিছু দান করলেন।
▪️ অথবা নিয়মিত শুক্রবারে নামাজ শেষে দান করলেন।
▪️ প্রতি মাসের Earning থেকে কাউকে প্রতি মাসে Help করলেন
▪️ 2 রাকাত হলেও প্রতি রাতে তাহাজ্জুদ পড়লেন
▪️ প্রতি নামাজ শেষে 1 বার আয়াতুল কুরসী পড়লেন
এমন ছোট ছোট একটা বা 2 টা আমল দিয়ে শুরু করেন, যেটা Regular করতে গায়ে লাগবে না।
একসাথে অনেক গুলো করতে গিয়ে আবার Frustrated হওয়া যাবে না।
ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন আরেকটা List এ Add করবেন।
প্রয়োজনে Calendar এ Schedule করে রাখবেন যেন Miss না হয়।