POWER HOUR

Nijhoom

সবার কাজ করার একটা ⚡ থাকে।

power-hour

সবার কাজ করার একটা 𝗣𝗢𝗪𝗘𝗥 𝗛𝗢𝗨𝗥 ⚡ থাকে। এই Hour সব সময় আসে না। এই Flow সব সময় আসে না, Even প্রত্যেকদিন আসে না এবং প্রত্যেক সপ্তাহে আসে না।

এমন হতে পারে আপনি 2, 3 সপ্তাহ ধরে 𝗖𝗥𝗘𝗔𝗧𝗜𝗩𝗘 𝗕𝗟𝗢𝗖𝗞 এ ভুগছেন; আপনার ওই 𝗣𝗢𝗪𝗘𝗥 𝗛𝗢𝗨𝗥 পাচ্ছেন না। তাই যখনই পাওয়ার Hour গুলো পাবেন, যতটুকু সম্ভব কাজ এগিয়ে নেওয়া উচিত।

𝗣𝗢𝗪𝗘𝗥 𝗛𝗢𝗨𝗥 কিভাবে Find Out করবেন?

🔘 আপনি দিনের কোন টাইমটা বেশি সজাগ থাকেন,
🔘 কোন টাইম আপনার ঘুম ঘুম লাগে না,
🔘 কোন টাইম সাধারণত কাজ করতে মজা পান,
এই টাইম গুলা Identify করেন।

এই Time টা আপনার ঘুমানোর আগে হইতে পারে।
সকালে ঘুম থেকে উঠে Fresh Feel হলে।
সন্ধ্যার সময়ও হতে পারে।
আবার Late night এও হতে পারে।

Regular Routine কেমন সেই অনুযায়ী এক একজনের পাওয়ার Hour এক এক সময় হয়।
এই Focused সময়টা Waste করা যাবে না, অন্তত আধা ঘন্টা, 1 ঘন্টা, দেড় ঘন্টা কাজ করেন।
এই Time টা খুবই Precious, তাই কোনো Distraction আসতে দিবেন না। আপনি যখন একটা Flow তে আছেন তখন কাজগুলো খুব Smoothly হয়ে যায়, যেটা আপনি হয়তো অনেক দিন থেকে 𝗣𝗥𝗢𝗖𝗥𝗔𝗦𝗧𝗜𝗡𝗔𝗧𝗘 করছিলেন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts