Positive Comparison

Nijhoom

Comparison এমন একটা জিনিস যা কখনো মানুষকে ভালো থাকতে দেয় না। মনের মধ্যে সন্তুষ্টি আসে না। Social Media তে এটা মারাত্মকভাবে আমাদের Affect করে।

যখন ই Facebook এ ঢুকি দেখি কেউ না কেউ-

🗨️ আমার থেকে বেশি Income করছে
🗨️ আমার থেকে বেশি Tour দিচ্ছে
🗨️ বিদেশ চলে গেছে
🗨️ বিয়ে করে ফেলেছে
🗨️ নতুন Skill শিখছে
🗨️ পরিবারকে সময় দিচ্ছে

এগুলোর মধ্যে খেয়াল করলে দেখবেন কিছু বিষয় Contradict করে, যা একসাথে পাওয়া সম্ভব না।

যেমন:

▪️পরিবারকে সময় দিতে চাইলে – Skill বাড়ানোয় সময় পাবো না
▪️Skill না বাড়ালে – Income বাড়ানো যাবে না
▪️ কাজে Focus করতে চাইলে – Tour এ যাওয়া যাবে না

এতে আরেকজন এখন কি করছে সেটা যখন আমার Mind এ ঢুকে যাচ্ছে তখন আমি আমার Journey থেকে Distracted হয়ে যাচ্ছি।

কেউ হয়ত গত 2 বছর Effort দিয়ে আজকে সেই Result টা পেয়েছে, কিন্তু সেটা আজকে আমি দেখে ভাবছি আমি কেনো পাইলাম না। আমার সাথেই কেনো এমন হয়। But আমি এখনো Preparation ই নেওয়া শুরু করি নাই।

⚡ SOLUTION কিভাবে করা যায়?

▪️ এগুলো খেয়াল করার পর আমি Page থেকে সময় দেওয়া শুরু করলাম
▪️ Personal Profile এ কোনো Activities করলাম না প্রায় 6 মাস
▪️ Personal Messenger এ যে ই মেসেজ দেয় তাদেরকে অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করতে বলি, Messenger এ না।
▪️ কাজের ধরন ভেদে আলাদা Platform এ Communication শুরু করি
▪️ Personal Profile এ নতুন কাউকে Add করা off করে দেই
▪️ যাদের সাথে কোনো পরিচয় নেই তাদেরকে Remove করা শুরু করি
▪️ যাদের Post ভালো লাগে না, Remove ও করতে পারছি না, Unfollow করি
▪️ আমি যাদের Content দেখতে চাই তাদের Profile Search করে দেখে আসি

🗨️ এখন মোটামুটি এই Comparison বিষয়টা একটু কমেছে, আর কিছু Senior দের সাথে Closely connected থাকায় Positively Comparison হচ্ছে, Grow করার আগ্রহ পাচ্ছি।

রাসূল সাঃ বলেছেন:

“যারা তোমাদের চেয়ে নিম্নে রয়েছে তাদের দিকে লক্ষ করো, যারা তোমাদের চেয়ে উচ্চস্তরে রয়েছে তাদের দিকে তাকিয়ো না”

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts