Friend এর সাথে কিছু Plan করলেন, একদম ফাটিয়ে দিবেন 2জনে মিলে।
- 🗨️ কিন্তু কিছুদিন পর তার আর খোঁজ নাই,
- 🗨️ কাজ শুরুই করা হচ্ছে না,
- 🗨️ সে অনেক ব্যস্ত,
- 🗨️ কি করবেন?
নিজে নিজে শুরু করে দেন। এটা বড় একটা সংকেত যে তার সাথে আপনার Partnership টা টিকবে না।
শুরু করার আগেই তার থেকে কেটে পরেন। নিজে কিছু Build করেন।
আমাদের Partnership গুলো না টিকার কারণ হচ্ছে, সবাই CEO হতে চায়, যোগ্যতা থাকুক আর না থাকুক Power Handover করতে চায় না।
কিছু করবেন, 2 জন একমত না হওয়া পর্যন্ত Meeting ই করতে থাকবেন।
এভাবে কোনো Initiative দাড়াবে না।
- 🗨️ বাদ দেন।
- 🗨️ নিজে শুরু করেন।
- 🗨️ একটা Level পর্যন্ত যান।
- 🗨️ নিজে কিছু একটা পারেন না, সেটা পারে এমন কাউকে Partner বানানোর দরকার নাই
- 🗨️ লোকজন Hire করে কাজ করাবেন।
- 🗨️ Friend রা নিজে থেকে আসলে কাজে রাখবেন মাসিক বেতনে।
- 🗨️ দায়িত্ব বুঝিয়ে দিবেন।
- 🗨️ কাজ না করলে বাদ দিয়ে আরেকজন রাখবেন।
মামা, খালু থেকে টাকা নিবেন না।
নিজের পরিবার থেকে টাকা না দিলে বুঝে নিবেন তারাই আপনার Idea তে ভরসা করতে পারছে না।
দরকার নাই, নিজে Effort দেন, 6 মাস – 1 বছর খেটে টাকা যোগাড় করেন।
যেটা 10 লাখে করা যায়, সেটা 10 হাজারেও শুরু করা যায়।
শুরুই করতে পারছেন না?
মানে আপনি এখনো জানেন না ব্যবসা করা। আপনি উদ্যোক্তা হতে চান, Posh ভাব ধরার জন্য।
Job করেন, টাকা জমান, শিখেন কিভাবে ব্যবসা চালাইতে হয়।
তারপর আবার শুরু করেন।
🗨️ এত ধৈর্য নাই?
এজন্যই হয়ত আপনার Friend ব্যস্ততা দেখাচ্ছে! কারণ আপনার সাথে Partnership এ কিছু করতে সে ভরসা পাচ্ছে না, তাই আপনাকে Ignore করছে 🧠