অনেক কিছু নিয়ে চিন্তা করেই আমরা ভয় পাই, যেমন:
🗨️ Business এ লস হতে পারে ভেবে
🗨️ কেউ টাকা মেরে দিতে পারে ভেবে
🗨️ বড় কোনো অসুখ হয়ে যেতে পারে ভেবে
🗨️ Family Member/Relationship চলে যেতে পারে ভেবে
🗨️ Job চলে যেতে পারে ভেবে
🗨️ Skill এর Demand কমে যেতে পারে ভেবে
And আরো অনেক কিছু…..
এসব ক্ষেত্রে ঘটনার Intensity যত না হতে পারে, তার থেকে বেশি Worried থাকি আমরা।
এমন বিষয় গুলো ঘটে গেলে কি কি করবেন, কিভাবে এগোবেন, কিভাবে Recover করবেন।
তাহলে দেখবেন Recover করা Possible, যতটা ভয় পাচ্ছেন ততটাও Difficult না।
একে বলে Worst Case Senario টা ভেবে রাখা। তারপর সেখান থেকে Recover করা।
🗨️ যেমন, আপনি এমন এক এলাকায় থাকেন যেখানে ছিনতাই বেশি হয়। ভয়ে ভয়ে থাকেন Always কখন জানি আপনাকে ধরে বসে।
এখন ধরেই নিবেন যে ছিনতাই হলো, তাহলে কি কি হারাবেন?
- Money Bag
- Phone
- ঘড়ি
এখন এখানে ক্ষতি কমানোর জন্য আগে থেকে কি Preparation রাখতে পারেন?
🔘 Phone এর Data Google Drive এ Backup রাখা
🔘 Money Bag এ Nid, নগদ টাকা বেশি না রাখা
🔘 বিকাশ/Bank এ টাকা রাখা
🔘 সবসময় দামী ঘড়ি পরে বের না হওয়া
তাহলেই দেখেন, ছিনতাই হলেও আর আপনার বেশি ক্ষতি হচ্ছে না। এভাবে যেকোনো কিছুর Worst Case ভেবে রাখলে, সেখান থেকে Recover করার Plan করা যায়, যাতে Tension ও একবারে কমে আসে।