Order Cancellation গুলো Success Score এর উপর Effect ফেলে,
কিন্তু সব ধরণের Cancellation কিন্তু Same না। কারণ সব Cancellation কিন্তু Client কে Negative Experience দেয় না।
যেমন ধরেন,
কোনো Client Order করার পর তার Mind Change হয়েছে যেখানে হয়ত তার এই Service টা আর দরকার নাই, তাই এখন সে চাচ্ছে Order টা Cancel করতে।
এমন Situation গুলোতে যেহেতু সাধারণত Seller দের কোনো দোষ থাকে না,
তাই এই অবস্থায় Order Cancel হলেও সেটা Seller এর Success Score এ কোন Negative Impact ফেলবে না।
এমন কিছু Face করলে Better হয় যদি আগে Fiverr Support এর সাথে Consult করে নিতে পারেন, তাহলে সাধারণত তারা Order Cancellation এর Effect Remove করে দেয়।