Last কয়েকবছরের একটা Observation Share করি:
যেকোনো Business এ ধীরে ধীরে Earn করে সেটা Reinvest করে Grow করার থেকে, শুরুতেই Minimum একটা Investment নিয়ে নামলে Growth ভালো হয়।
যেমন ধরেন আপনার এলাকায় একটা নতুন ফার্মেসী হলো:
➖ অন্ধকার, লাইটিং ভালো না
➖ Decoration ভালো না
➖ সব ঔষধ নাই
➖ যেগুলো Regular বেচা হয় সেগুলোই রাখে
➖কেউ Request করলে ২-৩ দিন পর নতুন ঔষধ এনে দেয়
তাহলে কি আপনি এই ফার্মেসির উপর ভরসা করতে পারবেন?
নতুন কোনো ঔষধ দরকার হলে সেখানে যাবেন?
একই ভাবে এলাকায় কোনো মুদী দোকানে মাল কম থাকলে আমরা সাধারণত সেখানে যাই না। বড় দোকানেই যাই যেখানে সবকিছু পাওয়ার সম্ভাবনা বেশি।
যদিও হয়ত আমার যা যা লাগবে সেটা সেই ছোট দোকানেও আছে, কিন্তু আমরা জানি যে বড় দোকান মানে বেশি সেল, বেশি সেল মানে Fresh Product পাওয়ার সম্ভাবনা বেশি।
এভাবেই যেকোনো Career এ একটা Minimum Budget নিয়ে নামতে হবে। এখন আর মাছের তেলে মাছ ভাজার মত করে ধীরে ধীরে Income কে Reinvest করে তাড়াতাড়ি Grow করা যায় না।
Opportunity অথবা Motivation থাকতে থাকতে Invest করে শুরু করে দিলে Market Leader হয়ে যাওয়া যায়।