Needy People

Nijhoom

Needy আসলে কারা?

সাধারণত আমরা যাদেরকে রাস্তায় দেখি Majority হয়ত Professional Beggar, তাদেরকে আপনি কাজ দিলেও, ব্যবসা এর পুঁজি দিলেও তারা করবে না।

কারণ তারা Free Money তে Comfort পায়। এর জন্য সারাদিন হেঁটে বেড়াবে but কোনো কাজ করবে না, কারণ হাত পেতে তাদের সেই Dignity টা চলে গেছে।

আমার মতে আসল Needy তারা, যারা কষ্ট করছে But কাউকে বলতে পারছে না, কষ্ট করছে কিন্তু আত্নসম্মানের কারণে চাইতে পারছে না।

হয়ত কোনো আত্মীয়, যে কোনো সমস্যায় আছে অনেক দিন যাবত। হয়ত কোনো Friend যে আপনার কাছে ধার নিয়ে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে Back করতে পারছে না।

যাকাতের টাকা আপনি নিয়ত করতে পারেন, but যাকে দিচ্ছেন তাকে বলে দেওয়ার তো দরকার নাই। এদেরকে একটু Help করে দেন। কিছু কিনে Gift করেন Eid উপলক্ষে।
Regular খোজ খবর নেন।

Possible হলে মাদরাসার বা এতিম খানার কোনো বাচ্চার মাসিক খরচ গুলোর দায়িত্ব নিয়ে নেন।
এই ছোট ছোট Change গুলো দেখবেন অনেক শান্তি দিবে, নিজের ইনকামেও বরকত বাড়বে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts