If you can’t measure it you can’t manage it
আমরা Money Management নিয়ে অনেক সমস্যায় থাকি, সহজে improve করার জন্য আজকে থেকে যত ধরনের খরচ আছে কোথাও লিখা শুরু করে দেন।
প্রত্যেকটা খরচ যখন নোট রাখবেন, মাস শেষে Category wise দেখতে পারবেন কোন কোন জায়গায় Uncontrolled ভাবে খরচ হয়েছে।
পরের মাসে দেখবেন সেই জায়গায় আপনি Auto সতর্ক আছেন।
এভাবেই 3/4 মাস পর আপনার Money Management আগের থেকে অন্তত 30% Improve হওয়ার সম্ভাবনা আছে।
আমি গত 6 মাস ধরে করছি।
Personally একটা App use করি (মোটামুটি সহজ এটা, Money Manager)
এছাড়া আপনি চাইলে যেকোনো Money Management App, NotePad, Google Keep, Excel sheet ব্যাবহার করতে পারেন, যেটা আপনার সুবিধা মনে হয়।
🟢 সব খরচের Track রাখার সাজেশন দিয়েছিলো আমার বড় আপু।
কিছু App Suggestion Links:
🌐Money Manager | এটা কিছুদিন ব্যাবহার করে ভালো লাগলে, Ads Free চালানোর জন্য Premium টা নিয়ে নিতে পারেন Lifetime (92 টাকার মত লাগে, google play তে) |
🌐Cash Book | |
🌐Money Manager Expense & Budget | |
🌐Money Lover – Spending Manager |
আমার Major কিছু খরচের Category
