প্রায় 3 বছর Mentoring করে যা জেনেছি সেটা হলো আমাদের Talent আছে, Skill আছে কিন্তু ধৈর্য্য নাই, জায়গা মত Effort নাই।
🗨️ Course এর সবাই যাতে Track এ থাকে,
🗨️ সবাই যাতে প্রতিটা Class করে,
🗨️ যাতে জবাবদিহিতা থাকে,
🗨️ যাতে আদায় করে নিতে পারি
এজন্য Team থেকে কি পরিমান Effort দেওয়া হয় তা ভেতরে না আসলে জানবেন না কখনো.
বাংলাদেশ এ Focus ধরে রাখা অনেক কঠিন, একটা কোর্স করার মাঝেই আরেকটা কোর্স এ Join হয়ে যায় Shiny Object Syndrome এর জন্য।
তাদেরকে ধরে রাখা অনেক কঠিন। But তারপর ও যারা Gig Ready করে, Process Follow করে, তারা Visual Progress গুলো দেখতে পায়। তারাই Grow করতে পারে।
Best wishes to Shahin Hossain ভাই From PRO 10.0