দেশে যারা Mentor Level এ আছে তাদের মধ্যে অদ্ভুত একটা বিষয় দেখেছি।
তারা শিখানো শুরু করার পর নিজে আর দেশের কারো কাছ থেকে শিখে না।
মানে দেশে আর সে কোনো কোর্স করে না, Ego তে লাগে।
সে International Content দেখে আর Udemy এর মত Site এ কোর্স করে।
সে নিজে যেই বিষয়ে Mentoring করতেছে, ভুলেও তাকে সেই Related কোনো কোর্স এ Enroll করতে দেখবেন না।
🗨️ এদিকে আমি এটা Strictly Avoid করি, আমি শিখাইতে পারি, যারা ভালো Mentor আছে তাদের থেকে শিখতেও পারি, আমার গায়ে বাঁঝে না।
আমি Proudly নিজেকে তাদের Student হিসেবে Represent করি, তাদেরকেও Recommend করি। যার আমার শিখানোর Style ভালো লাগে সে আমার কাছে শিখে, যার তাদের Style ভালো লাগে সে তাদেরটা করে, এতে সমস্যা কি সেটা আমি খুজে পাই না।
🗨️ আমার মনে হয়, অনেক Mentor নিজে Full-Time Teaching এ Invest করে দেয়, যাতে তার Income এর Majority এই Revenue তে Depend করে, এজন্য হয়ত তারা Insecure থাকে নিজেদের Demand কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে।