YouTube এ সব কিছু পাওয়া যায়।
Basic Photoshop থেকে শুরু করে Rocket Science পর্যন্ত।
💬 কিন্তু আমাদের মধ্যে কি সেই ধৈর্য্য আর Discipline টা আছে?
14টা ব্যাচ নিয়ে যেটা বুঝেছি, অনেকেই টাকা দিয়ে কোর্স করতে আসলেও মনে হয় যে তাকে জোর করে শেখানো হচ্ছে। টাকা দিয়েও অনেকের মধ্যে শিখার আগ্রহ নাই, Class এ নিয়মিত না, কোর্স শেষপর্যন্ত Continue করে না।
Resource পাওয়া যাবে নাকি সেটা এখন আর সমস্যা না, সমস্যাটা এখন Mindset আর Discipline এ।
আমরা 2 বছর ঘাটাঘাটি করে শিখতে রাজি, কিন্তু Learning এ Investor করতে চাই না।
🧠 আমাদের সময়ের দাম কি এতটাই কম?
যেটা 5-10 হাজার টাকা দিয়ে শিখে কাজে নেমে পড়া যায় সেটার জন্য 6 মাস থেকে 2 বছর Suffer করা কোন Logic এ মাথায় আসে সেটা ভাবলেই আমার অবাক লাগে।
আমিও একসময় Learning এ Invest করতে চাইতাম না, YouTube দেখে শিখতে গিয়ে Life এর 3-4 বছর লস করছি, কারণ তখন Paid কোর্স তেমন ছিল না।
কিন্তু এখন সেটা আছে। Industry এর Leading সবাই চাচ্ছে তাদের বানানো Resource গুলো Share করতে, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না।
⏳ আমাদের 6মাস – 2 বছরের সময়ের দাম যদি মাত্র 5-10 হাজার টাকা হয়, তাহলে আমরা Free Internship বা কম দামী Job করছি না কেনো?
Salary Expectation তো সবার মাশাআল্লাহ অনেক থাকে। কিন্তু নিজের Employability বাড়ানোর জন্য আমরা সামান্য Invest করতেও এত ভাবি কেনো?
তবে হ্যা, Industry তে Scammer থাকবেই, Scammer চিনতে পারার Ability সবার মধ্যেই থাকা উচিত।
কারো মধ্যে যাচাই করার Ability না থাকলে, তার জন্য Free Content ও তো Scam, কারণ সে নিজে Sure ই না সেটা কাজে লাগাবে কি না। সময় Invest করে যাচ্ছে সেটা থেকে কোনো Output পাবে নাকি সেই নিশ্চয়তা ছাড়াই।
আমার মত ভুল না করে, 2 মাসে Invest করে Skill শিখেন, তারপর বাকিসময় সেটা Sell করতে কাজে লাগান।
Slow Learning এর দিন নাই এখন, শিখতে শিখতে দেখবেন Market Trend অন্য দিকে চলে যাচ্ছে।