Market Strategy

Nijhoom

আরেকজন একই Strategy Follow করতেছে দেখে আমরা অনেক সময় সেটা করতে চাই না অথবা ভাবি যে সেটা হয়তো Copy করা হয়ে যাচ্ছে।

কিন্তু আপনি যদি খেয়াল করেন মার্কেটে যখন যেটা Trending বা Popular তখন সেটা করাই সবচেয়ে effective কাজ।

🗨️ Market এত বড় যে, আপনার ফুল Potential দিয়ে কাজ করলেও সে Demand Fulfill করতে পারবেন না।

🗨️ পর্যাপ্ত Effort দিলে সবার প্লেটেই Enough খাবার পাবেন, এর বেশি আসলে নিজেই কুলিয়ে উঠতে পারবেন না।

🖥️ Service Based Business এ Sell করার জন্য সাধারণত ক্লায়েন্ট কোন কিছু চাইলে সেটা আমাদের সার্ভিসে Add করতে থাকি।

👔 কিন্তু এক্ষেত্রে আগে থেকেই যদি আপনি ক্লায়েন্টের বিভিন্ন বিষয়ে Search করে রাখেন, তাহলে জানবেন যে তাদের কি কি সার্ভিস প্রয়োজন হইতে পারে বা কি কি সার্ভিস তাদের বিভিন্ন Pain Relief করতে পারে।

🧠 Market এ Gap Identify করার পর সেটার Effective বা Cheap Solution নিয়ে আসতে পারলে Monthly Revenue বাড়াতে সেটা বড় একটা Impact ফেলতে পারে।

এই Process এর মাধ্যমে আপনার Service Based Business এর জন্য Market Analysis করতে পারেন:

1️⃣ আপনার Service এর Market Size জানা টা Important
(মানে Total কত Potential Customer এই Service টা Directly Consume করছে)

2️⃣ Already যেই Strategy গুলোতে Sell নিয়ে আসা যাচ্ছে সেগুলো Properly Use করা
বা নতুন Strategy Implement করে করে Test করে দেখা।

3️⃣ নিজে বা Team কে Service টার বিভিন্ন দিক নিয়ে Train করা
যাতে তারা Practically Demonstration দিতে পারে Potential Client কে।

4️⃣ Service এর মধ্যে যতটা সম্ভব Value Add করা,
যাতে সেই তুলনায় Cost টা একদম কম মনে হয়।

5️⃣ Monthly Revenue Target সবসময় Capacity এর থেকে বেশী রাখতে হবে,
যাতে একটা Pressure Feel হয় সবার।

6️⃣ প্রত্যেক মাসের Income বা Expense এর Properly Track রাখতে হবে।

7️⃣ Target যদি Fillup না হওয়ার চান্স থাকে, তাহলে আগে থেকেই আরো কিছু Strategy Plan করে ফেলতে হবে।

Facebook Post

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts