Luxury Life

Nijhoom

20k জিলাপি Stock Out?

এখানে কিছু Major বিষয় আছে যা আমাদের ভাবা উচিত।

প্রথমত, মানুষ তখন ই কোনো Materialistic কিছুকে বেশি Priority দেয় যখন তার নিজের মধ্যে একটা Insecurity কাজ করে। তার নিজের যোগ্যতা না থাকলেও মানুষ যেনো তাকে Notice করে, Social Approval দেয় সেটার জন্য সে Luxury Item এ খরচ করে।

🗨️ এটা Social Status এর জন্য
🗨️ মানুষের Respect পাওয়ার জন্য প্রায় অনেকেই করে থাকে।
Luxury Goods usually মানুষ 2 টা কারণে কিনে।
🗨️ Product Quality ভালো (Better Material)
🗨️ Status Symbol (যেহেতু সবাই কিনতে পারে না)

কিন্তু ভাই খাবারের মধ্যে Quality যতই হোক, সেখানে টাকা খরচ করা, তাও Unbelievable Amount এর টাকা খরচ করা স্বাভাবিক কিছু না।

▪️কেউ যদি মাসে 1 লাখ বেতন ও পায় (যেটা Bangladesh এ Top Tier Job বলা যায়।
তারপরও 20k টাকা Just 1 KG জিলাপি এর জন্য Invest করা Way Too Much. সাধারনত Job করে কমানো কেউ এত টাকা Invest করতে চাইবে না।

▪️ এটা তখন ই সম্ভব যখন আমার টাকা টা পেতে কোনো কষ্ট হয় নাই, বা আমার কাছে যথেষ্ট Supply আছে টাকার।

▪️ কিছু Food Blogger এটা কিনেছে শুরুতে Review করার জন্য, তারা তো সেটা Invest করেছে ভাই! এই ভিডিও এর Views থেকেই তার সেই টাকার কয়েকগুণ উঠে যাবে Plus Sponsorship তো আছেই।
এটা দেখে আমি যদি কিনি তাহলে তো আমি তাদের Game এর মধ্যেই পড়ে গেলাম।

🧠 But অবাক করা বিষয় হলো, এইযে Stock Out হয়ে যাওয়া টা অনেক বড় একটা Indication যে Youth এর একটা অংশের কাছে Free Money আছে (হতে পারে সেটা Corruption থেকে), তবে এখানে যে Huge একটা Money Management এর ঘাটতি আছে সেটা অস্বীকার করার Way নাই।

🗨️ Project Hilsha
🗨️ Illiyeen পাঞ্জাবী
🗨️ Jalebi (গতবছরের)
🗨️ Gold এর জিলাপি (এই বছর)
🗨️ Farmhouse এর Burger

You Name it, প্রত্যেকটা শুরুতে হাসাহাসি করলেও, Hype এর কারণে Customer এর ভিড় বেড়েছে সবসময়।
আমরা যারা কল্পনা ও করতে পারি না, তারা এটা ভেবে নিতে পারি যে আল্লাহ আমাদের তাদের থেকে Better দিয়েছে, আমদের নিজের যোগ্যতা প্রমাণ করতে বা কারো Respect পেতে এমন কিছুর পেছনে টাকা ঢালতে হয় না।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts