Look matters a lot

Nijhoom

Online Professionals আর Introvert রা Appearance & Presentation Skill এর দিকে তেমন গুরুত্ব দেয় না।

Online Professionals আর Introvert রা Appearance & Presentation Skill এর দিকে তেমন গুরুত্ব দেয় না।

⭐ Appearance আর Presentation Skill অনেক বেশি Matter করে।
যে কেউ দূর থেকে দেখে আমাদের ব্যাপারে একটা ধারণা করে নেয়।
যেহেতু First impression is the best impression, তাই একবার Perspective Create হয়ে গেলে সেই Impression ভাঙানোটা একটু Difficult.

এজন্য শুরুতেই যদি পরিপাটি হয়ে থাকা যায়, Behavior & Personality সেরকম Build করতে পারি, তাহলে সহজে অন্যদের মাঝে ভালো Impression Create করা যায়।

🧠 আমরা আমাদের Natural Look নিয়ে বেশি Concerned থাকি, কিন্তু চেহারা, Skin Color যেকোনো রকমই হতে পারে, সেটাতে আমাদের Control নাই।

✊ যেটায় আমার কন্ট্রোল আছে, যেমন:

🔘 স্পষ্ট কথা বলা
🔘 উচ্চারণ ঠিক করা
🔘 Presentation Skill বাড়ানো
🔘 শ্রুতি মধুর ভাবে কথা বলা
🔘 ভালো কোন টপিক নিয়ে কথা বলা
🔘 Productive Conversation করা
🔘 পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
🔘 পরিপাটি থাকা, গোছালো থাকা
🔘 Fitness এর দিকে Focus করা
🔘 Goal Set করে সেদিকে Effort দেওয়া
🔘 মিথ্যা কথা না বলা
🔘 নিজের কিছু Standard বা Rule Set করা
🔘 কিছুর আশা না করে মানুষকে Help করা
🔘 গুরুত্ব দিয়ে অন্যের কথা শুনা
🔘 নিজের Knowledge বাড়ানো

এভাবে একটা Strong Personality Build করলে, সেটা বাকি সব কিছুকে Overlap করে ফেলতে পারে।
⭐ দেখবেন যার Personality যত ভালো, তাদের সাথে কথা বলে, Interact করে অন্যরাও Better Feel করে।
⭐ আর Career Focused মানুষকে সবাই গুরুত্ব দেয়।

🗨️ একটা কথা আছে: You’re not ugly, you’re just poor 😅
কিন্তু, এজন্য আপনাকে যে বেশি টাকা খরচ করতে হবে, তাও না!
Just এই ব্যাপারে Enough Idea থাকলেই কমের মধ্যে ম্যানেজ করে ফেলা যায়।

👔 Youtube বা Facebook এ কিছু Style Related Channel আছে সেগুলো দেখবেন। Dressing Sense সম্পর্কে আইডিয়া পাবেন, সেই Type Combination গুলো লোকাল মার্কেট এ খুঁজবেন।
কাপড় এর Quality চিনতে হবে। এক্ষেত্রে Export এর Product গুলো সবসময় Better Quality এর হয়।
Visible কোনো Fault নাই এমন Export Product গুলো দেখে নিতে হবে।

🔊 Clear উচ্চারণ অনেক বেশি Matter করে। তাই নিজের Voice Record করে শুনবেন আর কোন উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না সেগুলো খেয়াল করবেন।
এক্ষেত্রে Voice Typing একটা ভালো Option, যেখানে উচ্চারণ ঠিক না হলে Voice Typing ভালোভাবে কাজ করবে না, তখন বুঝবেন যে কোন Word গুলোর উচ্চারণ স্পষ্ট না।

⭐ আর Clear উচ্চারণ মানে, শুদ্ধ উচ্চারন ই করতে হবে এমন ও না।
আপনার Local Language এও কথা বলতে পারেন, কিন্তু কথা বলার উচ্চারণ স্পষ্ট হতে হবে, আর To The Point হতে হবে।

যা এক লাইন এ বলা যায়, সেটা ঘুরিয়ে পেচিয়ে চার-পাঁচটা লাইনে বলার দরকার নেই।
এভাবে Practice করতে করতে এক সময় Presentation Skill বাড়বে, যখন আশেপাশের মানুষ আপনার সাথে Interact করতে পছন্দ করবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts