Lazy Taking Actions – আলসেমী লাগে!

Nijhoom

Post পড়ে, Common ভুল গুলোর Solution জানতে পেরেও আলসেমির কারণে Maintain করতে পারছেন না?

Post পড়ে, Common ভুল গুলোর Solution জানতে পেরেও আলসেমির কারণে Maintain করতে পারছেন না?

আলসেমি অনেক কারণে হতে পারে। আপনার নিজের Identify করতে হবে আপনি কেনো আলসেমি করেন।
🍘 শুনেন, আপনাকে Successful হতেই হবে কেউ জোর করছে না।
আপনি যেমন আছেন তেমন থাকতে Comfortable হতেই পারেন।
আপনার Change হওয়ার প্রয়োজন না মনে হলে, এমনেই থাকেন, Problem তো নাই!
⭐ যদি Productive হইতে চান, যদি Change হইতে চান তাহলে আলোচনা করা যায়:
প্রথমত, আমি আপনার হয়ে কাজ করে দিতে পারবো না। এটা আপনাকেই একটু একটু করে অভ্যাস করতে হবে, নিজেকেই Solve করতে হবে।

▫️

ডাক্তার ওষুধ লিখে দিতে পারে। তারপর ওষুধ কিনতে যাইতে, খাইতেও যদি আলসেমি হয়, তাহলে রোগী নিজেই চায় না সুস্থ হইতে।
সে Victim Play করতেই পছন্দ করে।

▫️

আগে কিছু জিনিস Decide করতে হবে:

🍥 আপনার Purpose কি?
🍥 কেনো কাজ করতে চান?
🍥 কি অর্জন করার জন্য?
🍥 সেটার জন্য কতটুক কাজ করা উচিত?
🍥 যা করছেন তাতে কি আপনি সন্তুষ্ট?
🍥 সেটা কি Comfort Zone থেকেও বেশি Important?
🍥 তা না হলে, কেনো নিজেকে প্যারা দিচ্ছেন?

নাহলে তো আলসেমি আসতো না। ক্ষুধা না থাকলে তো কেউ খাবারের জন্য কস্ট করবে না এটাই স্বাভাবিক।
নাকি আশে পাশে আপনার Junior মানুষ কম সময়েই অনেক কিছু করতেছে তাই আমাকেও করতে হবে, এই কারণে?

🍘 এই Reason, এই Goal টা কি পর্যাপ্ত? এজন্যই হয়ত আলসেমি করেন?

করণ আপনার আসলে দরকার নাই এত কিছু করার। Which is totally fine!

যদি আসলেই করতে চান, তাহলে

🔹প্রথমে Absolute Purpose Define করেন।
🔹কি কি জিনিস চেঞ্জ করতে চান ভাবেন
🔹সেটার জন্য সব কিছু করতে রাজি আছেন নাকি ভাবেন
🔹তারপর একটা একটা করে Habit এ Convert করতে চেষ্টা করেন।

এগুলো সহজ না, এজন্যই সবাই পারে না। সবার মত না থাকতে চাইলে, কষ্ট হলেও করতে হবে।
আপনাকেই করতে হবে। কিছু করার নাই।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts