প্রায়শই আমরা Life এর Responsibility & Difficulty গুলো এড়িয়ে চলার জন্য আরেকটা Degree এর জন্য ভর্তি হয়ে যাই।
আমরা সবাই ই জানি যে, প্রাতিষ্ঠানিক শিক্ষা এর Practical life বা Job field এ Implication নাই বললেই চলে।
এক্ষেত্রে Graduation এর পর তো Skill Develop করতে বা Internship করতে অনেক কষ্ট হবে। Rather সবার মুখে বেকার শব্দ শুনার থেকে বাঁচতে বা Responsibility গুলোকে এড়িয়ে যেতে আমরা তাড়াহুড়ো করে আবার আরেকটা Degree এর জন্য ভর্তি হয়ে যাই।
🗨️ অন্তত Next 2 বছরের জন্য নিশ্চিন্ত 😮💨💨
তারপর?
তারপর আবার Phd এর জন্য বাইরে চলে যাই পড়তে।
তারপর?
আবার দেশে ফিরে Practical World এ Survive করতে পারবো না দেখে, University এর Faculty হয়ে যাই।
ঠিক same outdated knowledge আবার গর্ব সহকারে Student দের শিখানো হয়, যা দিয়ে তাদের ও Job Field এ Struggle করতে হবে।
🗨️ Infinite Loop 🔁