Income Diversify

Nijhoom

Marketplaces এর Algorithm Change হইতেই পারে, যেটা হঠাৎ করেই আপনার Income Zero করে দিতে পারে।

শুধু Freelance Marketplace এর উপর নির্ভর করা অনেক Risky.

এখানে আপনার কতগুলো Order আসবে বা আপনার Profile কেমন Rank করবে তার পুরোপুরি Control থাকে না। Marketplaces এর Algorithm Change হইতেই পারে, যেটা হঠাৎ করেই আপনার Income Zero করে দিতে পারে।

💬 Marketplace এর কোর্স করাই, তারপরও এটা কেনো বলতেছি?

Actual Scenario টা সবার জানা থাকা উচিৎ। এজন্য আমি কখনোই Student দের একটা Income Source এর ওপর নির্ভর থাকতে বলি নাই। Diversify করতে বলে আসতেছি।

কীভাবে Diversify করবেন?

1) PERSONAL BRANDING

Marketplaces এর বাইরেও Clients আনতে নিজের Personal Brand Strong করবেন।
Facebook, Instagram, LinkedIn, YouTube বা Personal Website বানিয়ে Direct Clients Attract করতে চেষ্টা করবেন।

2) MULTIPLE MARKETPLACE

শুধু এক প্ল্যাটফর্মে না থেকে, Fiverr, Upwork, Freelancer এর পাশাপাশি Direct Contract ও করুন।

3) BUILD TEAM

Team থাকলে আপনি আরও বেশি Project নিতে পারবেন এবং Large Project Handle করতে পারবেন। Revenue যেমন বাড়বে তেমনই পরবর্তীতে এটা Agency বা Company Formation এ Help করবে।

4) PARTNERSHIP

অন্য Freelancer বা Agency এর সাথে Partnership করতে পারেন। একে অন্যকে Client Refer করবেন, এতে Regular Project থাকবে হাতে।

5) FAMILY BUSINESS

আমাদের অনেকেরই Family বিভিন্ন Business এর সাথে জড়িত। সেখানে কিছু টাকা Invest করে মাসে কিছু হলেও Return পাবেন। যা খারাপ সময়ে কিছুটা Extra Income হিসেবে আপনাকে Support দিবে।
এভাবে Diversification করলে শুধু Marketplace এর উপর নির্ভর করতে হবে না।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts