Imposter Syndrome এর কারণে সঠিক সময়ে গিয়ে নেতিয়ে যাওয়াটা একটা Crisis.
Skill build করলাম, Client খুঁজলাম, কিন্তু Client Message দেওয়ার পর এখন আমি Delay করছি Reply দিতে। 😐
কাজ করছি হেলেদুলে।
কেন⁉️
কারণ কাজ তো দিয়েই ফেলেছে, এখন চাইলেই দেরি করা যাবে?
মাঝে মাঝে Burn Out এর জন্য নাহয় মানা যায়, কিন্তু অভ্যাস হয়ে গেলে তো সমস্যা। একটু Grow করার সময় আসলেই আমরা Comfort Zone এ চলে যাই।
আমাদের ক্ষুধা নাই তেমন।
মনে হয় যে, আমরা Deserve ই করি না একটা বড় কোম্পানির মালিক হওয়া।
একটা Business Rule আছে, If you’re not going up, you’re falling down, there is no stability here.
আমি যখনই Comfort Zone এ চলে যাচ্ছি, কোনো না কোনো দিক দিয়ে আমার Competitor সেটার সুযোগ নিয়ে দিন-রাত কাজ করছে।
Talent দিয়ে কতদূর যাবো?
Competitor যদি Continuously Effort দিতে থাকে, তাহলে Market তার কাছে চলে যাওয়ার বেশি দিন বাকি নেই।