Hustler হিসেবে আমরা কিছু হলেই Motivation হারিয়ে ফেলি।
কোনো Problem হলে ই আর কাজে Back করতে পারি না।
এর Main কারণ হলো- আমাদের ক্ষুধা কম; খুব অল্পতেই আমাদের পেট ভরে যায়।
▪️Family Responsibility কম
▪️যা Earn করি সেটা নিজের খরচের জন্য যথেষ্ট
▪️বড় কোনো Ambition নাই
Solution?
বড় কিছু Achieve করতে হলে আপনার থেকে যারা উপরে আছে এমন মানুষদের সাথে Hang Out করবেন।
যখন দেখবেন অন্যরা Regular Effort দিচ্ছে, আপনিও Naturally Driven হবেন।
আরেকটা Secret Tip দেই 😉
সদকা করলে সম্পদ কমে না বরং বাড়ে
-(মুসলিম, হাদিস ২৫৮৮)
মানে আপনি যদি কখনো Broke হইতে না চান তাহলে
▪️Regular দান করবেন
▪️অন্য কারো রিজিক নিজের সাথে Connect করতে হবে
▪️অনেকে বিয়ে করে রিজিকের বরকত বাড়ানোর জন্য
▪️অনেকে বাচ্চা নেয়
▪️অনেকে কারো ভরণ পোষণের দায়িত্ব নেয়
এছাড়া আল্লাহর সাথে Connection রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আল্লাহ বলেন, “আল্লাহ যাকে চান, বেহিসাব রিয্ক দান করেন”
(সূরা বাকারা, ২:২১২)