Human Physiology, Free কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়ে, আসলেই সেটা তার দরকার নাকি সেদিকে খেয়াল না করে।
এজন্য যত যা ই করেন, Discount আর Free এই 2 টা Option দিয়েই যে কাউকে Onboard করে ফেলা যায়।
Free কখনোই Sustainable Option না। Free এর পেছনে হয় Freemium Model এ Limited Time Access আছে অথবা Free তে Limited Access তারপর Paid Access এর ব্যাবস্থা আছে।
Social Media এর বড় বড় Distraction হলো, Free পেয়েই Enroll করে ফেলা। আপনি যখন কোথাও Enroll হচ্ছেন, সেটা টাকা দিয়ে হোক বা ফ্রি, সেখানে আপনার Time & Focus Invest হচ্ছে। যার একটা Monetary (টাকার হিসাবে) Value আছে.
নতুন কিছু Explore করা খারাপ কিছু না, তবে একটা কিছুতে শক্ত অবস্থান তৈরি করার পর।
স্বপ্ন বিক্রি করার মানুষদের নিজেদের সপ্ন কতটুক পুরন হয়েছে সেটা যাচাই করে নেওয়া আপনার দায়িত্ব। ফ্রীতে বা কমে পেয়েই নিজের Career Line থেকে Focus সড়িয়ে নতুন কিছুতে Time & Focus Invest করলে তাতে আপনারই সব দিক থেকে Loss.
এই Distraction, Frustration, Fear of missing out অফার গুলোকে নিজের থেকে দূরে রাখতে পারলে অনেক Focused থাকতে পারবেন।
এই 2 মাস, বছরের সবচেয়ে বড় Sale Season, এতে অনেক অনেক অফার আসবে।
যা যা আসলেই আপনার এখন দরকার সেগুলো কিনবেন, Future এ লাগতে পারে ভেবে কিছু কিনে টাকা নষ্ট করবেন না।
Future এ যখন লাগবে, তখন Full দামেই কিনবেন। তাতে এই টাকা এখন অন্য কোনো কাজে use করতে পারবেন।
Marketer দের কাজ ই হলো আপনাকে ভাবার জন্য সময় না দেওয়া, (যদিও এদিক থেকে আমি চেষ্টা করি Change of mind এর জন্য Refund Period রাখতে) তবে আমি বুঝি কিভাবে সহজেই একজনকে Purchasing এর জন্য Influence করা যায়।
When you see a too good to be true offer, avoid it, it’s not sustainable.