আপনার কিছু Core Rules আছে। সেটাকে List Down করা উচিত।
প্রত্যেকের কিছু Standards বা Rule আছে, যা সে সাধারণত Break করে না, সেগুলো যদি List করে মাঝে মাঝে চোখ বুলিয়ে নেওয়া যায় তাহলে অনেক Hassle কমে যায়।
আমাদের Majority সমস্যা গুলো হয় যখন এই রুল গুলো Break করি।
🗨️ যেমন:
❝ যদি কেউ নিজে Business না করে থাকে, তার থেকে Business Advise নিতে যাবো না। ❞
এখন যখনই এমন কেউ আমাকে Advise দিতে আসবে, আমি Avoid করতে না পারলেও, চেষ্টা করবো শুনে সেটা Ignore করতে। যদি সেটা Implement করা শুরু করি তাহলেই কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা অনেক।
এমনই:
❝ যতটুক Amount Back না আসলে আমার সমস্যা হবে না, ততটুকুই ধার দিবো ❞
❝ নিজের Exact Financial Status কাউকে Inform করবো না ❞
❝ Implement করা ছাড়া নতুন কিছু শিখে ফেলে রাখবো না ❞
এভাবে যদি আপনার Standards গুলো List করেন তাহলে নিজের ব্যাপারে একটা Clear Idea থাকবে আপনার।
আর যখনই অবস্থা বেগতিক হবে, আপনি জানবেন তখন কি করা উচিত।