Book Lessons: “How to Win Friends & Influence People”

Nijhoom

এই বই এর 10 টা Lesson নিয়ে কথা বলেছি এই Post এ।

Image Source: https://www.linkedin.com/pulse/how-win-friends-influence-people-book-review-matija-vrzan/

10 Lessons From Book “How To Win Friends & Influence People” – By Dale Carnegie

1️⃣ Argument এ যাবেন না

Argument করে সাধারনত ভালো Conclusion আশা করা যায় না। Most of the time সেটা সম্পর্কে Effect করে বসে। তাই best হলো Argument Avoid করা।

2️⃣ অন্যের মতামতকে Respect করা

আমি যেমন আমার মতামতকে Right ভাবছি, ঠিক অন্যজন তার Experience থেকে তার Point of view থেকে নিজের মতামতকে Right ভাবতেই পারে।
কিছুতে একমত না হলে Take it easy, সবমত মিলার তো দরকার নাই।

3️⃣ নিজের ভুল স্বীকার করা

ভুল করে বুঝতে পারার সাথে সাথে স্বীকার করা, Apologize করা অনেক Important.
এতে সময় বাঁচবে আর Unnecessary ঝামেলা কম যাবে।

4️⃣ প্রশংসা করে শুরু করেন

কাউকে Advise করার আগে, তার কিছু ভালো উদ্যোগ, ভালো Qualities নিয়ে কথা বলেন। এতে সে আপনার কথায় গুরুত্ব দিবে কারণ সে জানে, সেও আপনার কাছে গুরুত্বপূর্ণ।

5️⃣ গল্পের ছলে Idea গুলো শেয়ার করেন

কোনো একটা Incident বা Evidence এর সাথে Relate করে বা কোনো একটা Real Life example দিয়ে যদি কথা বলেন। তাহলে সেটা বেশি Relatable হয়, সহজে Grab করা যায়।

6️⃣ Positive Vibe রাখেন

একটা কথা মুখ গোমড়া করে বললে খারাপ শুনা যায়, ঠিক আবার হাসি মুখে বললে ভালো শুনা যায় Warm & Welcoming একটা ব্যাপার থাকে। তাই করো সাথে কথা বলার সময় Positive vibe রাখেন, হাসি মুখে কথা বলেন।

7️⃣ কেউ কিছু শেয়ার করলে, সেটা Interest দিয়ে শুনেন

যদিও আপনি সেটা আগে থেকেই জানেন, তাই “আরেহ, এইডা তো আগেরই জানতাম” না বলে, তাকে শেষ করতে দেন। Genuine interest দেখান। শুনার পর আপনি যা জানেন না, সেই ব্যাপারে আরেকটু বিস্তারিত বলতে বলেন।
মাঝে মাঝে আমাদের শুধু এমন একজন দরকার যে just আমার কথা গুলো শুনবে।
পাল্টা উত্তর দেওয়া সবসময় Necessary না।

8️⃣ নাম মনে রাখা

একদিনে এত এত মানুষের সাথে কথা বলি, দেখা করি কিন্তু কয়জনের নাম জানি? কয়টা দোকানদার এর নাম জানি?
অবাক করার বিষয় হচ্ছে, যখন কেউ আপনাকে নাম ধরে ডাকে, তখন automatically মনে হয় সে আমাকে অনেক দিন ধরে চিনে, সে আমার কাছের কেউ।
তাই নাম মনে রাখা, মনে না থাকলে কিছু Tag দিয়ে কোনো Note Pad এ লিখে রাখা।
যেমন:
ভার্সিটির সামনের চা দোকানের চাপ দাড়ি ওয়ালা লোক টার নাম – জামাল উদ্দিন।
Believe me, এটা অনেক Powerful

9️⃣ Relation Strong করাতে Focus করেন

Disagree করতে চাইলে অনেক কিছুতেই করা যায়, ভুল ধরতে চাইলে প্রত্যেক কাজেই ভুল ধরা যায়। একটু flexible হওয়া, যতটুক কথায় 2 জন Agree করছেন সেটাতেই Focus করা। যদি কারো ধারণায় তার বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে let it be like that. এতে সম্পর্ক Strong হয়।

🔟 Practically Apply করা

এই বিষয়গুলো অভ্যাসগত, Practice করতে করতে আপনার নিজের একটা Pattern পাবেন। নিজের Style পাবেন। তাই Regular life এর Interaction গুলোতে ব্যাবহার করা শুরু করেন। Change গুলো immediately খেয়াল করতে পারবেন।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts