আমরা কোনো কিছুর একদম Black, অথবা একদম White হিসেব করি।
এর মাঝে যে বিশাল একটা Grey Area আছে সেটা নিয়ে সাধারনত ভাবী না।
এই Grey Area টাই হলো Life, এজন্যই Life এর কোনো কিছু একদম খারাপ বা একদম ভালো হয় না। সবকিছুর Mix থাকে।
যেমন: Traffic Jam সবার ই খারাপ লাগে, আবার ফাঁকা রাস্তা সবার ই ভালো লাগে।
কিন্তু Daily Life এর চলাফেরায় সাধারনত Running Jam থাকে।
🗨️ মানে সবাই কিন্তু এগোতে থাকে।
🗨️ সবাই ই জানে Maximum এত সময় লাগবে পৌঁছাতে
এক্ষেত্রে আমি যদি হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হই তাহলে প্যারা কম খাবো।
আবার যদি কম সময় নিয়ে বের হই, তাহলে প্যারা বেশি খাবো।
🗨️ দেখেন, বাইরের Jam এর Situation কিন্তু Same,
🗨️ কিন্তু এই Preparation টা আমার প্যারা কমিয়ে দিতে পারছে।
এভাবেই আমরা যদি সবসময় Black & White ভাবী তাহলে কখনো সেখানে Realistic Output পাবো না, কারণ Life is not stable.