Freelancing সারাজীবন করার Plan করা উচিত না।
আপনার আরো কিছু Plan অবশ্যই থাকা উচিত।
যারা 10 বছর আগে Freelancing করতো তাদের অনেকেই আজ হারিয়ে গেছে, যারা টিকে আছে তারা এর পাশাপশি আরো অনেক কিছু করছে, Team আছে অথবা Product Business এ Switch করেছে।
Freelancing হলো একদিকে Challenging আরেকদিকে Unstable & Risky.
এখান থেকে Stable Income নিয়ে আসতে যেই ধৈর্য্য আর Nerve দরকার সেটা সবার থাকে না, আর যাদের সেটা থাকে তারা যেকোনো Industry তে Shine করতে পারে।
এজন্য Freelancing করবেন 3-4 বছরের Plan নিয়ে (এর বেশি করতে পারলে ভালো, But এর মধ্যেই Move করার ব্যবস্থা করে ফেলতে হবে)।
যেহেতু Freelancing থেকে Unstable হলেও কম সময়ে ভালো একটা Amount Income করা Possible তাই সেই টাকা টা ভালো করে Utilize করতে হবে, Savings করে নতুন নতুন উদ্যোগ নিতে হবে।