আগে যখন bKash এ Job করতাম তখন সকালে উঠে ভার্সিটিতে ক্লাস করে তারপর বিকালে Job এ যাইতাম।
আর Weekend এ Freelancing এর কাজ গুলো করতাম।
ভাবতাম Full Time যখন Client এর কাজ করবো তখন হয়ত Productivity অনেক বাড়বে।
কিন্তু যত নিজের Schedule কে Free করলাম Productivity আগের থেকে অনেক কমে গেলো।
দেখবেন যেদিন আমাদের অনেক কাজ থাকে – সেদিন প্রায় সব কাজই হয়ে যায়। আবার যেদিন কোনো কাজ থাকে না – দেখতে দেখতে শুয়ে বসেই সারাদিন চলে যায়। এজন্য প্রতিদিনের Default কাজ গুলোর সময় Google Calendar এ Schedule করে রাখতে পারেন।
আর যত Event বা Task আসবে Calendar এ Updated রাখবেন।
এভাবে যেকোনো Task কে যখন একটা TimeSlot দিয়ে দিবেন, দেখবেন সেটা সেই সময়ে করার একটা তাগিদ পাওয়া যাচ্ছে, না করতে পারলে খারাপ লাগতেছে।
নিজেকে Productive রাখতে, এই খারাপ লাগাটাই আপনার দরকার!