Career এর 2 টা Path থাকে,
🗨️ Fast Income শুরু হবে, But Income Potential কম।
🗨️ Slow Income শুরু হবে, But Income Potential বেশি।
It’s Never Late To Start.
এক এক Skill এ এক এক রকম সময় লাগে।
কম সময়ে Income শুরু করতে, টুকটাক Skill শিখে নেমে পড়লে, Income তাড়াতাড়ি হবে ঠিক, কিন্তু Amount কম থাকবে।
আর Income নিয়ে শুরুতে প্যারা না খেয়ে, যদি ভালো কিছু শিখে Expert লেভেলে যাওয়া যায় তাহলে, Income দেরিতে আসলেও, সেটা এমন পরিমাণে আসবে যে তখনকার 1 মাসের Income অন্য কারো 1 বছরের Income এর সমান হবে।