Family Support

Nijhoom

বাংলাদেশে Online Entrepreneur বা Freelancer দের শুরুতে Family Support থাকে না।

বাংলাদেশে Online Entrepreneur বা Freelancer দের শুরুতে Family Support থাকে না।
Traditional Job এর বাইরে Freelancing এর Stability বা Income Security নিয়ে Family Member অনেক চিন্তিত থাকে।
তাদের কথা হলো
“প্রয়োজনে মাসে 10/15/20 হাজার টাকা কামাই কর, তাও একটা Job কর!”

Different Path যেহেতু Choose করছেন, তাদেরকে বুঝানোর দায়িত্ব ও আপনারই।
এক্ষেত্রে এই Process গুলো Follow পারেন:

Communication:

Family কে Business or Freelancing এর Possibilities এবং Income Potential জানান। প্রয়োজনে আপনার আসে পাশে বা কমিউনিটির কারো Success Story জানান। এক্ষেত্রে Realistic গুলো বলবেন, 1 মাসে লাখ লাখ এর কাহিনী এখন আর কেউ বিশ্বাস করতে চাইবে না। ভাববে কোনো Scamming এর স্বীকার হইতে যাচ্ছেন।

Start Small:

শুরুতে Financially Independent হতে নিজে কিছু কাজ Start করে দেখান, ছোট ছোট Local কাজ অথবা কারো Under এ কাজ করে কিছু টাকা Income করে। প্রয়োজনে টিউশনি করে PC Build করেন, নাহলে কারো থেকে Help নেন।

Consistency দেখান:

যা Income করছেন প্রতি মাসে কিছুটা Family তে Contribute করেন, সেটা তাদেরকে Convince করবে যে এটা Sustainable.

Side Hustle Approach:

শুরুতে Traditional Job বা পড়াশুনার পাশাপাশি Freelancing শুরু করেন, সবকিছু ছেড়ে আসার দরকার নাই, এতে Family কে বেশি চিন্তিত হতে হবে না।

Mentally Strong থাকেন:

নিজের ওপর বিশ্বাস রাখেন, ৩-৬ মাস আর কোনো দিকে খেয়াল না করে Focus করেন আর ছোট ছোট Success Family কে জানান।
Start করতে অনেকেরই Family Support থাকে না, সেই জায়গাটা ধৈর্য্য আর Consistency রেখে আপনাকেই তৈরি করে নিতে হবে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts