আমরা Unfair Advantage এর কথা শুনলেও Fair Advantage খুব কম মানুষই নিতে চেষ্টা করি।
🗨️ আপনি বেশিক্ষণ কথা বলতে পারেন
এটাকে কাজে লাগান নিজের Career/Profession এ
🗨️ আপনি দেখতে সুন্দর
ভালো Way তে কাজে লাগান, সুদর্শন দের কথায় বেশি Impact Create হয়, Yes it’s human nature.
কখনো খেয়াল করেছেন? Help desk বা Customer Service এ বেশি মেয়েরা থাকে কেনো? কারণ সুদর্শন কাউকে রাখলে রাগী Customer ও চিল্লাচিল্লি কম করে। 😉
🗨️ আপনার বাবার টাকা আছে
সেটা কাজে লাগিয়ে আরো বেশি Earn করতে চেষ্টা করেন, আল্লাহ Blessing দেওয়ার পরও, নিজে Zero থেকে start করার মানে হয় না।
🗨️ অনেক সময় কাজ করতে পারেন
সেটা Use করেন Highly Impactful কাজে যাতে কেউ আপনার Competition এ না আসতে পারে।
🗨️ আপনার ধৈর্য্য বেশি
এমন এমন Attemp নেন, যেখানে লোকজন ভালো Service দিতে পারছে না, সেখানে আপনার এই Skill কাজে লাগিয়ে Grow করেন।
🗨️ আপনি Extrovert
কাজে লাগিয়ে মানুষদের সাথে মিশেন, এমন কাজ করেন যাতে আপনার এই Advantage টা কাজে লাগানো যাবে।
⚡ 🗨️ আপনি Introvert
একা থাকতে পছন্দ করেন, তাহলে Mindful কোনো কাজে Career Build করেন। যেই কাজে সাধারণত মানুষদের সাথে Interact কম করা লাগে।
Faceless থেকে অনেক কিছু করা যায়।
▪️ Content Writing
▪️ Screenshare Videos
▪️ Customer Support
▪️ Virtual Assistant
▪️ Programming
▪️ Creative Designing
▪️ Motion Graphics
যা আছে, সেটাই Cash Out করতে চেষ্টা করেন 🧠