Fair Advantage

Nijhoom

আমরা Unfair Advantage এর কথা শুনলেও Fair Advantage খুব কম মানুষই নিতে চেষ্টা করি।

আমরা Unfair Advantage এর কথা শুনলেও Fair Advantage খুব কম মানুষই নিতে চেষ্টা করি।

🗨️ আপনি বেশিক্ষণ কথা বলতে পারেন

এটাকে কাজে লাগান নিজের Career/Profession এ

🗨️ আপনি দেখতে সুন্দর

ভালো Way তে কাজে লাগান, সুদর্শন দের কথায় বেশি Impact Create হয়, Yes it’s human nature.
কখনো খেয়াল করেছেন? Help desk বা Customer Service এ বেশি মেয়েরা থাকে কেনো? কারণ সুদর্শন কাউকে রাখলে রাগী Customer ও চিল্লাচিল্লি কম করে। 😉

🗨️ আপনার বাবার টাকা আছে

সেটা কাজে লাগিয়ে আরো বেশি Earn করতে চেষ্টা করেন, আল্লাহ Blessing দেওয়ার পরও, নিজে Zero থেকে start করার মানে হয় না।

🗨️ অনেক সময় কাজ করতে পারেন

সেটা Use করেন Highly Impactful কাজে যাতে কেউ আপনার Competition এ না আসতে পারে।

🗨️ আপনার ধৈর্য্য বেশি

এমন এমন Attemp নেন, যেখানে লোকজন ভালো Service দিতে পারছে না, সেখানে আপনার এই Skill কাজে লাগিয়ে Grow করেন।

🗨️ আপনি Extrovert

কাজে লাগিয়ে মানুষদের সাথে মিশেন, এমন কাজ করেন যাতে আপনার এই Advantage টা কাজে লাগানো যাবে।

⚡ 🗨️ আপনি Introvert

একা থাকতে পছন্দ করেন, তাহলে Mindful কোনো কাজে Career Build করেন। যেই কাজে সাধারণত মানুষদের সাথে Interact কম করা লাগে।
Faceless থেকে অনেক কিছু করা যায়।
▪️ Content Writing
▪️ Screenshare Videos
▪️ Customer Support
▪️ Virtual Assistant
▪️ Programming
▪️ Creative Designing
▪️ Motion Graphics
যা আছে, সেটাই Cash Out করতে চেষ্টা করেন 🧠

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts