Income এর তুলনায় খরচ কখনোই বেশি হওয়া উচিত না।
🗨️ আমি যা Afford করতে পারি না, সেটা আমার জন্য না।
এটা আমরা মেনেই নিতে চাই না। এখন Afford করার জন্য Effort দিয়ে যাওয়া এক বিষয়।
আর আমার সেটা লাগবেই বলে Pain খেয়ে বসে থাকা আরেক বিষয়।
যারা হা-হুতাশ করে কোনো কিছু না পাওয়ার বিষয়ে, দেখবেন Most of the time তারা সেটা পাওয়ার জন্য তেমন কোনো Effort ই দেয় নাই।
Income থেকে Expense বেড়ে গেলেই মানুষ ধার করা শুরু করে, এখন আমার যদি খরচের টাকার জন্য ই ধার করা লাগে, তাহলে ধারের টাকা ফেরত দেওয়ার মতো টাকা তো আমার কখনোই হবে না।
🗨️ এ কারণে সম্পর্ক ও নষ্ট হয়ে যায়।